ফল খেতে সবারই ভালো লাগে। ছোট বেলায় কত ফলের নাম শিখেছি। ইংরেজিতে ১০ টি ফলের নাম পরীক্ষায় আসলে কত যে ভালো লাগতো! ফলে থাকা ভিটামিন আমাদের দেহের জন্য অপরিহার্য। শরীরকে সুস্থ্য ও রোগমুক্ত রাখার জন্য ফল খেতে হবে। Now we know some fruits name in English.
- Apple = আপেল। যখন A দিয়ে শব্দগঠন করতাম তখন এটি লিখতে ভুলতাম না। এই আপেলে আছে অনেক পুষ্টিগুণ। তাই কোথাও বেড়াতে গেলে ফল হিসাবে অনেকে আপেল কিনে নেন।
- Almond = কাঠবাদাম
- Berry = জাম
- Banana = কলা। খুবই পরিচিত ফল হলো কলা। বিভিন্ন রকম কলা পাওয়া যায়। যেমনঃ সাগর কলা(সবরি, দুধসাগর), বাংলা কলা(চিনি চম্পা), আনাজ কলা ইত্যাদি।
- Custard-apple = আতা
- Coconut = নারকেল। এটি বারোমাসি ফল। নারকেল দিয়ে নানা রকম পিঠা তৈরি করা হয়। এছাড়াও অনেকভাবে এটি খাওয়া হয়। নারকেল পরিপক্ক হওয়ার আগে Green Coconut বা ডাব নামে সুপরিচিত। এর পানি অনেক মিঠা হয়। এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
- Carambola = কামরাঙা
- Caranda =করমচা
- Date = খেজুর। রমজান মাসে পরিচিত ফলের নাম খেজুর। ইফতারে ইহা খাওয়া হয়। এর রয়েছে অনেক পুষ্টিগুণ।
- Elephant apple = চালতা
- Fig = ডুমুর
- Grape = আঙ্গুর। অনেকের প্রিয় ফলের মধ্যে আঙ্গুর অন্যতম। অনেক রসালো এবং খোসা না থাকায় এটি খেতে ধারুন মজা!
- Guava = পেয়ারা
- Hog-plum = আমড়া
- Jackfruit = কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল। Jackfruit is the national fruit of Bangladesh. কাঁঠাল অনেকভাবে খাওয়া যায়। এর চামড়া বা খোসাকে রান্না করা যায়। পাকা কাঁঠালের কোষ খাওয়ার পর যে বিচি থাকে তা দিয়ে তরকারি রান্না ও ভর্তা তৈরি হয়।
- Lemon = লেবু
- Lime = বাতাবিলেবু
- Lichi = লিচু
- Mango = আম। আমকে ফলের রাজা বলা হয়। কত রকম আর কত স্বাদের আম যে রয়েছে তা কল্পনা করাই মুশকিল। আমের জন্য বিখ্যাত জেলা হলো রাজশাহী।
- Mangosteen =গাবফল
- Nut = বাদাম। পার্ক বসে বাদাম খাইনি কে? এই বাদামের বিভিন্ন উপাদান আমাদের দেহের জন্য খুবই প্রয়োজনীয়। অনেক রকম বাদাম রয়েছে। তবে এই বাদাম চীনা বাদাম বা Ground nut হিসেবে পরিচিত।
- Olive = জলপাই
- Orange = কমলা। ভিটামিন-সি যুক্ত ফল হিসাবে কমলা অনেক পরিচিত। উপরের খোসা ছাড়ালে এর ভিতরে কোয়া দেখা যায়।
- Palm = তাল
- Papaya = পেঁপে। কাঁচা পেঁপে সবজি হিসাবে রান্না করা হয়। আর পাকা পেঁপে ফল হিসাবে খাওয়া হয়। সব ঋতুতে এটি পাওয়া যায়।
- Peach = পিচফল
- Plum = কুল
- Pear = নাশপাতি
- Pineapple = আনারস
- Pomegranate = ডালিম। টুকটুকে লাল ডালিমের বিচি খেতে যেমন মজা তেমনি এতে রয়েছে অনেক ভিটামিন।
- Sapodilla = সাফেদা
- Tamarind = তেঁতুল। টক ফলের মধ্যে অন্যতম তেঁতুল। এটি সামনে দেখলেই জিবে জল চলে আসে। তেঁতুল অনেক উপকারী ফল।
- Wood-apple = বেল
- Water-melon = তরমুজ। তরমুজ খুবই মজাদার রসালো ফল। যার কারণে ছোট-বড় সবাই এই ফল পছন্দ করে। এর ভিতরটা লাল রঙের হয়।
কত রকমের ফল যে আছে তা লিখে শেষ করা যাবে না। তবে এই ফলগুলোর সাথে আমরা বেশি পরিচিত। আশাকরি এসব ফলের ইংরেজি নাম নিয়ে এখন সমস্যা হবে না।
আরো জানুনঃ http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%AB%E0%A6%B2