রং

ইংরেজিতে রং এর নাম ও কিছু তথ্য

ছোটবেলায় রং চিনতে মুশকিলে পড়তে হত। তার উপর শিখতে হতো ইংরেজিতে ৫টি রঙের নাম, বাংলায় ১০টি রঙের নাম, মৌলিক রং কাকে বলে, যৌগিক রং কাকে বলে, রংধনুতে কয়টি রং থাকে? আবার সমস্যায় পড়তাম রং বানান কিভাবে রং নাকি রঙ। রং ইংরেজি colour নাকি color হবে? Now we know colour name in bangla and english.

  • Azure = আসমানি
  • Brown = বাদামি
  • Blue = নীল
  • Black = কালো
  • Crimson = গাঢ় লাল
  • Chocolate = খয়েরি
  • Cyan = পেষ্ট কালার(নীল সবুজ)
  • Gray = ধূসর
  • Golden = সোনালি
  • Grassy = সবুজ বর্ণ
  • Green = সবুজ
  • Indigo = বেগুনি নীল
  • Magenta = ম্যাজেন্টা রং(নীললোহিত)
  • Maroon = লালচে খয়েরী
  • Navy blue = গাঢ় নীল
  • Orange = কমলা
  • Olive = জলপাই রং
  • Pink = গোলাপি
  • Purple = বেগুনি
  • Rosy = গোলাপি
  • Red= লাল
  • Saffron = জাফরান
  • Sky-blue= আকাশি নীল
  • Violet = বেগুনি
  • White = সাদা
  • Yellow = হলুদ

মৌলিক ও যৌগিক রং কি

মৌলিক রং কাকে বলে ?

=> মৌলিক মানে মূল অর্থাৎ যে রং অন্য কোন রং এর সাথে মিশ্রিত নয় তাকে মৌলিক রং বলে। মৌলিক রং ছাড়া অন্যকোন রং তৈরি করা যায় না। মৌলিক রঙকে প্রাথমিক রং বা Primary colour বলা হয়। মৌলিক রং ৩ টি। যথাঃ লাল, নীল ও হলুদ।

যৌগিক রং কাকে বলে?

দুইটি মৌলিক রং এর মিশ্রণের ফলে যে রং তৈরি হয় তাকে যৌগিক রং বলে। যেমনঃ হলুদ + লাল = কমলা, হলুদ + নীল = সবুজ, নীল + লাল = বেগুনি।

রংধনু কাকে বলে? রংধনুতে কয়টি রং থাকে?

বায়ুমণ্ডলে থাকা জলীয়কণার উপর সূর্যেরলোকের প্রতিফলন ও প্রতিসরণের কারণে আকাশে ধনুকের মত বাঁকানো যে আলোর রেখা দেখা যায় তাকে রংধনু বলে। রংধনুকে ইংরেজিতে Rainbow বলে।

রংধনুতে সাতটি রং থাকে। এগুলো হলোঃ ১. বেগুনি ২. নীল ৩. আসমানী ৪. সবুজ ৫. হলুদ ৬. কমলা ৭. লাল। রং ধনুর রং মনে রাখার সহজ উপায় হলো- “বেনীআসহকলা”

রং সম্পর্কিত আরো কিছু শব্দ আমরা ব্যবহার করি। যেমনঃ

  • Bright = উজ্জ্বল
  • Dark = গাঢ়
  • light = হালকা কালার
  • Pale = ফ্যাকাশে বর্ণ
  • Raw-colour = কাঁচা রং

রং এবং রঙ দুইটায় সঠিক বানান। রং > রঙ হল প্রমিতরূপে ব্যবহারসিদ্ধ। তবে এ-কার’ে’ যুক্ত করলে ং না হয়ে ঙ হয়। আবার Colour vs color দুইটাই সঠিক। তবে আমেরিকান ইংরেজি বানানে color ব্যবহৃত হয়। আশাকরি রং এর ইংরেজি নিয়ে এখন সমস্যা হবে না। তবে এই রংগুলো ছাড়াও আরো শতশত রং রয়েছে।

1.https://simple.m.wikipedia.org/wiki/List_of_colors
2.https://simple.m.wikipedia.org/wiki/Colour
3.https://bn.m.wikipedia.org/wiki/রঙের_তালিকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *