Cover Letter Format

কভার লেটার লেখার নিয়ম, নমুনা বা ফরমেট

কোনো প্রতিষ্ঠানে আবেদন করার জন্য কভার লেটার (Cover Letter) লিখতে হয়। বিশেষ করে চাকরির আবেদন করতে হলে সিভির সাথে কভার লেটার দিতে হয়। কভার লেটার এক ধরনের দরখাস্ত বা ফরমাল চিঠি। কভার লেটার লিখার সময় যা অবশ্যই দিতে হবে তা হলো- তারিখ, কাকে লিখছেন তার পদবি, প্রতিষ্ঠান বা কোম্পানির নাম, ঠিকানা, বিষয়, কোথায় থেকে চাকরির বিজ্ঞপ্তি পেয়েছি তার সোর্স, নিজের যোগ্যতা বা অভিজ্ঞতা সংক্ষিপ্ত আকারে, আবেদনের সাথে কি কি কাগজপত্র সংযুক্ত আছে ইত্যাদি উল্লেখ করা। কভার লেটার লিখার নমুনা থাকলে আমরা সহজেই তা থেকে নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে সাজিয়ে নিতে পারবো। তাই আমরা এখন দেখবো কিছু কভার লেটারের ফরমেট-

১. এটি একটি সিম্পল ইংরেজি জব কভার লেটার। ফরমেটটি দেখতে পারেন এবং চাইলে ডাউনলোড করে আপনার মত করে এডিট করতে পারবেন।

January 10, 2021

Human Resources Division

Abul Khair Group

D.T. Road, Pahartoli, Chittagong

Sub: Prayer for the post of Territory Sales Officer

Sir,

In response to your recent advertisement in The Daily Prothom Alo on January 05, 2020 you are going to appoint some Territory Sales Officer. I like to offer myself. Herewith I am sending my complete resume for your kind consideration.

I, therefore, pray and hope that you would be kind enough to give me a post and oblige thereby.

 

Your Sincerely

Md. Abul Malek

 

Attachments

1.     Curriculum vitae

2.     Passport Size Photo

3.     Photocopy of Educational Certificate

4.     Photocopy of Experience Certificate.

২. বাংলায় কভার লেটার ( সংক্ষিপ্ত বায়ো ডাটাসহ ) দেখুন এবং তা ডাউনলোড করে কাস্টমাইজ করে নিন।

বরাবর
সভাপতি
আদর্শ উচ্চ বিদ্যালয়
লাকসাম,কুমিল্লা।

বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব
বিনীত নিবেদন এই যে, গত ০৫ জানুয়ারি,২০২১ ইং তারিখে “দৈনিক প্রথম আলো” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে,আপনার বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ২ জন লোক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট তুলে ধরলাম।

১। নামঃ আবদুল্লাহ আল মামুন
২। পিতার নামঃ
৩। মাতার নামঃ
৪। বর্তমান ঠিকানাঃ
৫। স্থায়ী ঠিকানাঃ
৬। জন্ম তারিখঃ
৭। জাতীয়তাঃ
৮। ধর্মঃ
৯। শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষার নাম বোর্ড পাশের সন

প্রাপ্ত গ্রেড

এসএসসি

কুমিল্লা

২০০৬

জিপিএ-৫

এইচএসসি

কুমিল্লা

২০০৮

জিপিএ-৫

বিবিএ

জাতীয় বিশ্ববিদ্যালয়

২০১৩

প্রথম শ্রেণী

এমবিএ

জাতীয় বিশ্ববিদ্যালয়

২০১৫

প্রথম শ্রেণী

১০।অভিজ্ঞতাঃ

         ১)………উচ্চ বিদ্যালয়,সহকারী শিক্ষক,৩ বছর

         ২)………উচ্চ বিদ্যালয়,সহকারী শিক্ষক,১ বছর

অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমকে আপনার বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেতে আপনার একান্ত মর্জি হয়।

বিনীত

আপনার একান্ত বাধ্যগত

(আবদুল্লাহ আল মামুন)
মোবাঃ ০১৮৩০-০০০০০০
তারিখ-১০ জানুয়ারি,২০২১ ইং

সংযুক্তিঃ

১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ ফটোকপি।

২। একডেমিক সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

৩। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

৪। ৫০০ টাকার পোস্টাল অর্ডার।

৩. আমার শিক্ষক মমিন সালাম স্যারের তৈরি করা একটি ইংরেজি কভার লেটার যা ব্যাংক জবের জন্য পারফেক্ট। তবে এটি কস্টোমাইজ করে অন্য জবের জন্যেও ব্যবহার করা যাবে।

15 January, 2021

The Head of HR

………….Ltd.

Dhaka

Subject: An Application for the post of…

Dear Sir,

With due respect I would like to inform you that This is Md…… , has been working at Bank Asia Ltd. under Foreign Trade department as Senior Officer since 20…. . I came to know from reliable sources that your renowned organization is hiring officials for different posts. I would like to present myself for a suitable post of your esteemed organization.

After completing my BBA and MBA from University of….., I started working at ……Ltd. under …..Department. I have worked at General Banking, Credit and Foreign Trade department over the last … years of my career. Your Organization would be a great place for me to utilize my experience/potential and grow my career.

I, therefore, would appreciate and expect that you would call me for an interview of appointment for a suitable post of your company and attaching my CV herewith. Please do not hesitate to contact me at 018……. for any query.

Regards,

Md………………

Senior Officer

Bank Asia Ltd.

Enclosures:

1) Curriculum Vitae

2) Photographs

3) Photocopy of Academic Transcripts

৪. এটি একটি বাংলা কভার লেটার নমুনা যা কোনো কোম্পানিতে আবেদন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ডাউনলোড দিয়ে এডিট করে ফেলুন।

২০ জানুয়ারি, ২০২১

মানব সম্পদ ব্যবস্থাপক

আরএফএল  কোম্পানি লিঃ

ঢাকা

বিষয়ঃ ‘বিক্রয় নির্বাহী’ পদে নিয়োগের জন্য আবেদন

জনাব,

যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ আবদুল মোতালেব, প্রাণ কোম্পানি লিমিটেড এ সেলস রিপ্রেজেন্টেটিভ পদে ২০১৯ সাল থেকে কর্মরত আছি। গত ০৫ জানুয়ারি ২০২১ ইং তারিখে  “দৈনিক কালেরকন্ঠ” পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার বিখ্যাত কোম্পানিতে  ‘বিক্রয় নির্বাহী’ পদে কিছু লোক নিয়োগ করা হবে।আপনার সু-প্রতিষ্ঠিত কোম্পানিতে উক্ত পদে নিয়োগের জন্য আমি নিজেকে উপস্থাপন করছি।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করার পর আমি এসিআই কোম্পানিতে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ শুরু করি। আমার ক্যারিয়ারে গত ৩ বছর সহকারী বিক্রয় কর্মী, বিক্রয় কর্মী পদে কাজ করেছি। আমার অভিজ্ঞতা সমৃদ্ধ করার জন্য আপনার প্রতিষ্ঠান  অন্যতম স্থান  হবে।

অতএব, মহোদয়ের কাছে আশা করছি আমাকে  উক্ত পদে নিয়োগ করার জন্য সাক্ষাতকার গ্রহণ করবেন। আমি আপনার প্রতিষ্ঠানে সাক্ষাতকার দেওয়ার জন্য অপেক্ষায় থাকবো।

নিবেদক,

মোঃ আবদুল মোতালেব

সেলস রিপ্রেজেন্টেটিভ

প্রাণ কোম্পানি লিমিটেড

সংযুক্তিঃ   

১) জীবন বৃত্তান্ত

 ২) পাসপোর্ট সাইজের ২ কপি ছবি

৩) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি

৪) সকল শিক্ষা সনদের ফটোকপি

2 thoughts on “কভার লেটার লেখার নিয়ম, নমুনা বা ফরমেট”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *