বাংলা ভাষায় প্রয়োগ-অপ্রয়োগ

বাংলা ভাষায় প্রয়োগ-অপপ্রয়োগ

বাংলা ভাষা আমরা যেভাবেই প্রকাশ করি না কেন বাংলা ব্যকরণে তার সুনির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। অশুদ্ধ ব্যবহার করতে করতে আমরা শুদ্ধটাকেই ভুল মনে হয়। ভাষার নিয়ম শৃঙ্খলা সম্পর্কে না জানার কারণেই ঘটে ভাষার অপপ্রয়োগ। উচ্চারণ, শব্দ গঠন ও অর্থগত কারণে এই অপপ্রয়োগ ঘটে। আজ দেখবো কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগ-অপপ্রয়োগ যা বিভিন্ন ভর্তি ও নিয়োগ পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। Bangla suddo bannan ebong osuddo bannan

শব্দের বানানগত অশুদ্ধি/অপপ্রয়োগ

অশুদ্ধশুদ্ধঅশুদ্ধ শুদ্ধ
মন্ত্রীপরিষদ মন্ত্রিপরিষদউল্লেখিতউল্লিখিত
ছত্রছায়াছত্রচ্ছায়াচোষ্যচুষ্য
শিরচ্ছেদশিরশ্ছেদপ্রাণীবিদ্যাপ্রাণিবিদ্যা
উদ্গীরণউদগিরণমন্ত্রীসভামন্ত্রিসভা
অপেক্ষমান অপেক্ষমাণমনোকষ্টমনঃকষ্ট

শব্দের গঠনগত অপপ্রয়োগ

অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ
অতলস্পর্শী
অতলস্পর্শঅর্ধাঙ্গিনী অর্ধাঙ্গী
আপ্রাণপ্রাণপণআয়ত্তাধীনআয়ত্ত
আভ্যন্তরীণ
অভ্যন্তরীণইতিপূর্বেইতঃপূর্বে
ইতিমধ্যে ইতোমধ্যে একত্রিতএকত্র
কনিষ্ঠতমসর্বকনিষ্ঠকর্তাগণকর্তৃগণ
কর্মকর্তাগণকর্মকর্তৃগণসম্ভব্যসম্ভবপর
কৃচ্ছ্রতা কৃচ্ছ্র কেবলমাত্রকেবল / মাত্র
চলমানচলন্তনিঃশেষিতনিঃশেষ
নিরাশানৈরাশ্যবিদ্বানজনবিদ্বজ্জন
মুহ্যমানমোহ্যমানশুধুমাত্রশুধু / মাত্র
সকাতরকাতরসঠিকঠিক
সমতুল্যসম / তুল্যভাষাভাষীভাষী

বাক্যে শব্দের অশুদ্ধ ও শুদ্ধ প্রয়োগ

অশুদ্ধশুদ্ধ
নদীর জল হ্রাস হয়েছে। নদীর জল হ্রাস পেয়েছে ।
তিনি আরোগ্য হলেন। তিনি আরোগ্য লাভ করলেন।
পূর্বদিকে সূর্য উদয় হয়। পূর্বদিকে সূর্যের উদয় হয় ।
সে সমস্ত কথা বিস্তারিত বলল। সে সমস্ত কথা বিস্তারিত্ভাবে বলল ।
একথা প্রমাণ হয়েছে। এ কথা প্রমাণিত হয়েছে।
পরবর্তীতে আপনি আসবেন। পরবর্তীকালে আপনি আসবেন।
অপমান হবার ভয় নেই। অপমানিত হবার ভয় নেই।
আমার এই পুস্তকের কোন আবশ্যক নেই। আমার এই পুস্তকের কোন আবশ্যকতা নেই।
খাঁটি গরুর দুধ স্বাস্থ্যের জন্য উপকারী। গরুর খাঁটি দুধ স্বাস্থ্যের জন্য উপকারী।
গৌরব লোপ হয়েছে। গৌরব লোপ পেয়েছে/ গৌরব লুপ্ত হয়েছে।
তারা একত্রে গমন করলো। তারা একত্র গমন করলো।
তেজস্ক্রিয় বস্তু সারা ইউরোপকে ছাইয়ে ফেলে। তেজস্ক্রিয় বস্তু সারা ইউরোপকে ছেয়ে ফেলে।
রৈবিক গল্পের উপজীব্যতা বহুমুখী বিষয়।রাবীন্দ্রিক গল্পের উপজীব্য বহুমুখী বিষয়।
সঙ্কট অবস্থায় পড়লাম। সঙ্কটজনক অবস্থায় পড়লাম।
সভায় অনেক ছাত্রগণ এসেছিল। সভায় অনেক ছাত্র এসেছিল।

আরো বাক্য শুদ্ধি পড়তে এখানে ক্লিক করুন

বহুবচনের অপপ্রয়োগজনিত ভুল

বহুবচন শব্দের পর দ্বিত্ব প্রয়োগ হবে না।

অপপ্রয়োগশুদ্ধ প্রয়োগ
অনেক ছাত্রীগণ অনেক ছাত্রী
অন্যান্য বিষয়গুলোর অন্যান্য বিষয়ের / অন্য বিষয়গুলোর
কতিপয় সিদ্ধান্তগুলো কতিপয় সিদ্ধান্ত
উত্তরাঞ্চলের সব জেলাসমূহে উত্তরাঞ্চলের জেলাসমূহে / উত্তরাঞ্চলের সব জেলায়
সার্কভুক্ত অন্যান্য দেশগুলো সার্কভুক্ত অন্য দেশগুলো / সার্কভুক্ত অন্যান্য দেশ
সব প্রকাশ মাধ্যমগুলো সব প্রকাশ মাধ্যম / প্রকাশ মাধ্যমগুলো
নিম্নলিখিত সব শিক্ষার্থীগণ নিম্নলিখিত সব শিক্ষার্থী / নিম্নলিখিত শিক্ষার্থীগণ
সকল দর্শকমণ্ডলীদর্শকমণ্ডলী / সকল দর্শক
সব উপদেষ্টামণ্ডলীউপদেষ্টামণ্ডলী / সব উপদেষ্টা
সকল বন্যার্তদের সকল বন্যার্তকে

বাংলা ভাষার এই অপপ্রয়োগ রোধ করা গেলে ভাষার ব্যকরণগত শুদ্ধতা আরো বৃদ্ধি পাবে। ধন্যবাদ সকলকে বিডি টুইটের সাথে থাকার জন্য।


তথ্যসূত্রঃ Digest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *