বাংলা ভাষা আমরা যেভাবেই প্রকাশ করি না কেন বাংলা ব্যকরণে তার সুনির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। অশুদ্ধ ব্যবহার করতে করতে আমরা শুদ্ধটাকেই ভুল মনে হয়। ভাষার নিয়ম শৃঙ্খলা সম্পর্কে না জানার কারণেই ঘটে ভাষার অপপ্রয়োগ। উচ্চারণ, শব্দ গঠন ও অর্থগত কারণে এই অপপ্রয়োগ ঘটে। আজ দেখবো কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগ-অপপ্রয়োগ যা বিভিন্ন ভর্তি ও নিয়োগ পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। Bangla suddo bannan ebong osuddo bannan
শব্দের বানানগত অশুদ্ধি/অপপ্রয়োগ
অশুদ্ধ | শুদ্ধ | অশুদ্ধ | শুদ্ধ |
মন্ত্রীপরিষদ | মন্ত্রিপরিষদ | উল্লেখিত | উল্লিখিত |
ছত্রছায়া | ছত্রচ্ছায়া | চোষ্য | চুষ্য |
শিরচ্ছেদ | শিরশ্ছেদ | প্রাণীবিদ্যা | প্রাণিবিদ্যা |
উদ্গীরণ | উদগিরণ | মন্ত্রীসভা | মন্ত্রিসভা |
অপেক্ষমান | অপেক্ষমাণ | মনোকষ্ট | মনঃকষ্ট |
শব্দের গঠনগত অপপ্রয়োগ
অশুদ্ধ | শুদ্ধ | অশুদ্ধ | শুদ্ধ |
অতলস্পর্শী | অতলস্পর্শ | অর্ধাঙ্গিনী | অর্ধাঙ্গী |
আপ্রাণ | প্রাণপণ | আয়ত্তাধীন | আয়ত্ত |
আভ্যন্তরীণ | অভ্যন্তরীণ | ইতিপূর্বে | ইতঃপূর্বে |
ইতিমধ্যে | ইতোমধ্যে | একত্রিত | একত্র |
কনিষ্ঠতম | সর্বকনিষ্ঠ | কর্তাগণ | কর্তৃগণ |
কর্মকর্তাগণ | কর্মকর্তৃগণ | সম্ভব্য | সম্ভবপর |
কৃচ্ছ্রতা | কৃচ্ছ্র | কেবলমাত্র | কেবল / মাত্র |
চলমান | চলন্ত | নিঃশেষিত | নিঃশেষ |
নিরাশা | নৈরাশ্য | বিদ্বানজন | বিদ্বজ্জন |
মুহ্যমান | মোহ্যমান | শুধুমাত্র | শুধু / মাত্র |
সকাতর | কাতর | সঠিক | ঠিক |
সমতুল্য | সম / তুল্য | ভাষাভাষী | ভাষী |
বাক্যে শব্দের অশুদ্ধ ও শুদ্ধ প্রয়োগ
অশুদ্ধ | শুদ্ধ |
নদীর জল হ্রাস হয়েছে। | নদীর জল হ্রাস পেয়েছে । |
তিনি আরোগ্য হলেন। | তিনি আরোগ্য লাভ করলেন। |
পূর্বদিকে সূর্য উদয় হয়। | পূর্বদিকে সূর্যের উদয় হয় । |
সে সমস্ত কথা বিস্তারিত বলল। | সে সমস্ত কথা বিস্তারিত্ভাবে বলল । |
একথা প্রমাণ হয়েছে। | এ কথা প্রমাণিত হয়েছে। |
পরবর্তীতে আপনি আসবেন। | পরবর্তীকালে আপনি আসবেন। |
অপমান হবার ভয় নেই। | অপমানিত হবার ভয় নেই। |
আমার এই পুস্তকের কোন আবশ্যক নেই। | আমার এই পুস্তকের কোন আবশ্যকতা নেই। |
খাঁটি গরুর দুধ স্বাস্থ্যের জন্য উপকারী। | গরুর খাঁটি দুধ স্বাস্থ্যের জন্য উপকারী। |
গৌরব লোপ হয়েছে। | গৌরব লোপ পেয়েছে/ গৌরব লুপ্ত হয়েছে। |
তারা একত্রে গমন করলো। | তারা একত্র গমন করলো। |
তেজস্ক্রিয় বস্তু সারা ইউরোপকে ছাইয়ে ফেলে। | তেজস্ক্রিয় বস্তু সারা ইউরোপকে ছেয়ে ফেলে। |
রৈবিক গল্পের উপজীব্যতা বহুমুখী বিষয়। | রাবীন্দ্রিক গল্পের উপজীব্য বহুমুখী বিষয়। |
সঙ্কট অবস্থায় পড়লাম। | সঙ্কটজনক অবস্থায় পড়লাম। |
সভায় অনেক ছাত্রগণ এসেছিল। | সভায় অনেক ছাত্র এসেছিল। |
আরো বাক্য শুদ্ধি পড়তে এখানে ক্লিক করুন
বহুবচনের অপপ্রয়োগজনিত ভুল
বহুবচন শব্দের পর দ্বিত্ব প্রয়োগ হবে না।
অপপ্রয়োগ | শুদ্ধ প্রয়োগ |
অনেক ছাত্রীগণ | অনেক ছাত্রী |
অন্যান্য বিষয়গুলোর | অন্যান্য বিষয়ের / অন্য বিষয়গুলোর |
কতিপয় সিদ্ধান্তগুলো | কতিপয় সিদ্ধান্ত |
উত্তরাঞ্চলের সব জেলাসমূহে | উত্তরাঞ্চলের জেলাসমূহে / উত্তরাঞ্চলের সব জেলায় |
সার্কভুক্ত অন্যান্য দেশগুলো | সার্কভুক্ত অন্য দেশগুলো / সার্কভুক্ত অন্যান্য দেশ |
সব প্রকাশ মাধ্যমগুলো | সব প্রকাশ মাধ্যম / প্রকাশ মাধ্যমগুলো |
নিম্নলিখিত সব শিক্ষার্থীগণ | নিম্নলিখিত সব শিক্ষার্থী / নিম্নলিখিত শিক্ষার্থীগণ |
সকল দর্শকমণ্ডলী | দর্শকমণ্ডলী / সকল দর্শক |
সব উপদেষ্টামণ্ডলী | উপদেষ্টামণ্ডলী / সব উপদেষ্টা |
সকল বন্যার্তদের | সকল বন্যার্তকে |
বাংলা ভাষার এই অপপ্রয়োগ রোধ করা গেলে ভাষার ব্যকরণগত শুদ্ধতা আরো বৃদ্ধি পাবে। ধন্যবাদ সকলকে বিডি টুইটের সাথে থাকার জন্য।
তথ্যসূত্রঃ Digest