বিজয় কী বোর্ড

কিভাবে বিজয় কী বোর্ডে বাংলা অক্ষর লিখবো

কম্পিউটারে ইংরেজি সবাই লিখতে পারলেও বাংলা লিখতে অনেকেই সমস্যায় পড়েন। আজকে তাদের জন্যই এই পোস্ট। বর্তমানে বাংলা লিখার অনেক টুলস থাকলেও সবচেয়ে বেশি জনপ্রিয় অভ্র কী বোর্ড এবং বিজয় কী বোর্ড। তবে বেশিরভাগ লোকই বিজয় কী বোর্ড ব্যবহার করে। আজ আমরা আলোচনা করবো বিজয় কী বোর্ড নিয়ে।এটি ইনস্টল হওয়ার পর আপনি Language কমান্ড পরিবর্তন করতে হবে। এটির শর্টকাট হলো Ctrl+Alt+B । বাংলা লিখতে হলে আপনাকে বাংলা Font বা SutonnyMJ Font সিলেক্ট করতে হবে। বিজয় কী বোর্ড এ বাংলা অক্ষর লিখতে করনীয়ঃ-

স্বরবর্ণের জন্য টাইপ করুন-

এখানে ‘+’ দ্বারা পূর্বেরটি চাপে ধরে পরেরটি দেওয়ার কথা বুঝানো হয়েছে। আর ‘,’ দ্বারা আলাদা বুঝানো হয়েছে। মূলত ‘+’ এবং ‘,’ বাটন কোনটিই চাপতে হবে না। 

Shift+F    
G, F F
G, D ি D
G, Shift+D Shift + D
G, S S
G, Shift+S Shift+S
G, A A
G, C C
G, Shift+C Shift+C
X C, F
G, Shift+X C, Shift+X

ব্যঞ্জনবর্ণের জন্য টাইপ করুন-

J   R
Shift+J   Shift+R
O   H
Shift+O   Shift+H
Q   M
Y   W
Shift+Y   V
U   Shift+V
Shift+U   Shift+M
Shift+I   Shift+N
T   N
Shift+T   I
E   P
Shift+E   Shift+P
Shift+B   Shift+W
K   |
Shift+K   Shift+Q
L   Shift+|
Shift+L   Shift+7
B      

যুক্তবর্ণের জন্য টাইপ করুন-

তবে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের টাইপ জানা থাকলে যুক্তবর্ণের জন্যে সংযুক্ত শব্দ লিখতে হলে যে অক্ষরের সাথে সংযুক্ত অক্ষর যুক্ত হবে সেই অক্ষরের পর কী বোর্ড থেকে G বোতাম চেপে পরে কাঙ্খিত অক্ষর চাপতে হবে।

ক্ক J, G, J ক্স J, G, N
ক্ত J, G, K ক্ষ্ণ J, G, Shift+N, G, Shift+B
ক্ত্র J, G, K, Z ক্ষ্ম J, G, Shift+N, G, M
ক্ট J, G, T খ্রু Shift+J, Z, S
ক্ন J, G, B গ্দ O, G, L
ক্ব J, G, H গ্ধ O, G, Shift+L
ক্ম J, G, M গ্ন O, G, B
ক্র J, Z গ্ম O, G, M
ক্ল J, G, Shift+V গ্র O, Z
ক্ষ J, G, Shift+N গ্ল O, G, Shift+V
গ্ব O, G, H ঙ্ক্ষ Q, G, J, G, Shift+N
ঘ্ন Shift+O, G, B Y, G, Y
ঘ্র Shift+O, Z ছ্র Shift+Y, Z
ঙ্ক Q, G, J চ্ছ Y, G, Shift+Y
ঙ্খ Q, G, Shift+J চ্ছ্র Y, G, Shift+Y, Z
ঙ্গ Q, G, O জ্জ U, G, U
ঙ্ঘ Q, G, Shift+O জ্ঝ U, G, Shift+U
ঙ্ম Q, G, M জ্ঞ U, G, Shift+I
ঙ্ক্র Q, G, J, Z জ্ব U, G, H
ঙ্ঘ্র Q, G, Shift+O, Z জ্জ্ব U, G, U, G, H
ঞ্চ Shift+I, G, Y ড্র E, Z
ঞ্ছ Shift+I, G, Shift+Y ণ্ট Shift+B, G, T
ঞ্জ Shift+I, G, U ণ্ঠ Shift+B, G, Shift+T
ঞ্ঝ Shift+I, G, Shift+U ণ্ড Shift+B, G, E
ট্ট T, G, T ণ্ন Shift+B, G, B
ট্ব T, G, H ণ্ব Shift+B, G, H
ট্ম T, G, M ণ্ড্র Shift+B, G, E, Z
ট্র T, Z ত্ত K, G, K
ট্ট্র T, G, T, Z ত্থ K, G, Shift+K
ড্ড E, G, E ত্ন K, G, B
ত্ব K, G, H দ্ব L, G, H
ত্ম K, G, M দ্ম L, G, M
ত্ত্ব K, G, K, G, H দ্‌গু L, G, G, O, S
ত্র K, Z দ্ভ্র L, G, Shift+H, Z
থ্ব Shift+K, G, H ধ্ব Shift+L, G, H
দ্গ L, G, O ধ্ম Shift+L, G, M
দ্ঘ L, G, Shift+O ধ্র Shift+L, Z
L, G, L ন্ট B, G, T
দ্ধ L, G, Shift+L ন্ড B, G, E
দ্ভ L, G, Shift+H ন্ঠ B, G, Shift+T
ন্ত B, G, K ন্ত্র B, G, K, Z
ন্থ B, G, Shift+K ন্দ্ব B, G, L, G, H
ন্দ B, G, L ন্দ্র B, G, L, Z
ন্ধ B, G, Shift+L ন্ধ্র B, G, Shift+L, Z
ন্ন B, G, B ন্স B, G, N
ণ্ণ Shift+B, G, Shift+B প্ত R, G, K
ন্ব B, G, H প্ট R, G, T
ন্ম B, G, M প্প R, G, R
ন্ট্র B, G, T, Z প্ল R, G, Shift+V
ন্ড্র B, G, E, Z প্ন R, G, B
প্র R, Z ম্ল M, G, Shift+V
ফ্ল Shift+R, G, Shift+V ম্প M, G, R
ব্জ H, G, U ম্ফ M, G, Shift+R
ব্ল H, G, Shift+V ম্ব M, G, H
ব্দ H, G, L ম্ভ M, G, Shift+H
ব্ধ H, G, Shift+L ম্ম M, G, M
ব্ব H, G, H ম্র M, Z
ভ্র Shift+H, Z ম্প্ল M, G, R, G, Shift+V
ভ্ল Shift+H, G, Shift+V ম্ভ্র M, G, Shift+H, Z
ম্ন M, G, B ল্ক Shift+V, G, J
ল্গ Shift+V, G, O শ্ছ Shift+M, G, Shift+Y
ল্ড Shift+V, G, E শ্ন Shift+M, G, B
ল্প Shift+V, G, R শ্ব Shift+M, G, H
ল্ফ Shift+V, G, Shift+R শ্ম Shift+M, G, M
ল্ব Shift+V, G, H ষ্ক Shift+N, G, J
ল্ম Shift+V, G, M ষ্ট Shift+N, G, T
ল্ফ্র Shift+V, G, Shift+R, Z ষ্ঠ Shift+N, G, Shift+T
শ্র Shift+M, Z ষ্প Shift+N, G, R
শ্ল Shift+M, G, Shift+V ষ্ফ Shift+N, G, Shift+R
শ্চ Shift+M, G, Y ষ্ট্র Shift+N, G, T, Z
ষ্ণ Shift+N, G, Shift+B স্ব N, G, H
ষ্ম Shift+N, G, M স্ফ N, G, Shift+R
স্ক N, G, J স্ত্র N, G, K, Z
N, G, Shift+J স্ন N, G, B
স্ত N, G, K স্ম N, G, M
N, G, K, G, H স্ক্ল N, G, J, G, Shift+V
স্তু N, G, K, S স্ক্রু N, G, J, Z, S
স্থ N, G, Shift+K স্প্ল N, G, R, G, Shift+V
স্ল N, G, Shift+V হ্ণ I, G, Shift+B
স্প N, G, R হ্ন I, G, B
হ্ব I, G, H দুঃ L, S, Shift+Backslash
হ্ম I, G, M বাং H, F, Shift+Q
হ্র I, Z কৃ J, A
হ্ল I, G, Shift+V র্ম V, G, M
চাঁ Y, Shift+7, F ঠাৎ Shift+T, F, Backslash

তথ্যসূত্রঃ http://www.bijoyekushe.net/index.php?action=typing

Stay with BD Tweet

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *