ওমা বলে কি? সব সময়তো সিডি দিয়েই উইন্ডোজ ইন্সটল করেছি। সত্যিই পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ইন্সটল করা যায়? কিভাবে? how to setup windows by pendrive
খুব সহজ। পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ইন্সটল করতে হলে পেনড্রাইভকে বুটেবল করা লাগবে। পেনড্রাইভকে বুটেবল করার অনেক পদ্ধতির মধ্য সবচেয়ে সহজ পদ্ধতি দিয়েই করবো। how to bootable a pendrive
১. Rufus এই সফটওয়্যারটি ডাউনলোড করুন।
২. আপনার পেনড্রাইভটি ইউএসবি পোর্ট এ সংযুক্ত করুন ( পেনড্রাইভ এ প্রয়োজনীয় ডাটা থাকলে তার ব্যাকআপ নিয়ে নিন। কেননা Rufus সফটওয়্যারটি পেনড্রাইভকে ফরমেট করে তারপর বুটেবল করে )।
৩. ডাউনলোড হওয়া rufus.exe ফাইলে ক্লিক করুন ( User Account Control থেকে allow চাইলে yes batton এ ক্লিক করুন )। এরপর নিচের ছবির মত আসবেঃ
৪. Select বাটনে ক্লিক করে আপনি যে অপারেটিং সিস্টেম( উইন্ডোজ-৭,৮,১০ ) ইন্সটল করবেন তার .iso ফাইলটি সিলেক্ট করুন ( .iso ফাইল না থাকলে গুগল থেকে ডাউনলোড করে নিন )।
৫. এরপর Start বাটনে ক্লিক করুন( Format এলার্ট চাইলে allow করুন )।
খুব দ্রুত আপনার পেনড্রাইভ বুটেবল হয়ে যাবে। এবার পিসি Shut Down করে আবার Power On করলেই বুঝতে পারবেন( কোন ডাটা ব্যাকআপ লাগলে Shut Down এর আগেই তা অন্য হার্ডডিস্ক পার্টিশন এ নিয়ে যান )।
এখন থেকে সিডি ছাড়া পেনড্রাইভ দিয়ে সহজেই উইন্ডোজ ইন্সটল করতে পারবেন। পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ দেওয়া সহজ ও ঝামেলাহীন। সিডি ড্রাইভ নষ্ট হয়ে গেলেও পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটাপ করা যাবে।