আরবি ভাষা

আরবি ভাষা শিখুন ও জানুন

বাংলাদেশের অনেক লোক বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশী হিসাবে কাজ করে থাকেন। এর মধ্যে অধিকাংশ লোক আরব দেশসমূহে কাজ করেন। তবে আরবি ভাষা না জানার কারণে অনেক সমস্যায় পড়েন। এজন্যে আরবি ভাষা শিক্ষা কোর্স করার পাশাপাশি বেশি বেশি চর্চা করলে সহজে শিখা হবে। এখানে আমরা কিছু আরবি শব্দ ও বাক্য জানবো যা সকলের কাজে আসবে।

আমি, তুমি, সে – আরবি কি

আরবী শব্দবাংলা অর্থ
আনা أناআমি
নাহনু نحنআমরা
আন্তা أنتতুমি(পুং)
আন্তে أنت তুমি(স্ত্রী)
আন্তুমা أنتما তোমরা দুইজন পুং বা স্ত্রী
আনতুম أنتم তোমরা সকল পুরুষ
আনতুন্না أنت نساء তোমরা সকল মহিলা
হুয়া هوসে একজন পুরুষ
হিয়াসে একজন মহিলা
হুমাতারা দুজন পুরুষ বা মহিলা
হুম তারা সকল পুরুষ
হুন্নাতারা সকল মহিলা
লিআমার
লানাআমাদের
লাকাতোমার(পুং)
লাকেতোমার(মহিলা)
আনা মোতালেবআমি মোতালেব
আনতা কাসেমআপনি / তুমি কাসেম
হুয়া করিমতিনি/সে করিম
হিয়া খাদিজাতিনি/সে খাদিজা
হুম আসকারীতারা সেনাবাহিনী

কোথায়, কেন, কি, কেমন, কত, কে – আরবি

আরবিবাংলা
আইনা/ফেন/ওইনকোথায়
ওয়েন আনতাতুমি কোথায়
ফেন রুহকোথায় যাচ্ছ?
আইনা আব্দুল্লাহ আব্দুল্লাহ কোথায়?
লেশ/লেমাযাকেন
লেশ তাযহাককেন হাসছো?
লেশ তাআখখারতাকেন দেরী করলে?
লেশ তাবকিকেন কাঁদছ?
এশ/হাল/আকি
এশ বাকতোমার কি হলো
হাল জাআ করিমকরিম কি এসেছে
কাইফা/কেফকেমন
কেফ হালাকতুমি কেমন আছো?
কামকত
কাম আল এনাবআঙ্গুর কত?
বে আশারা রিয়াল কিলুকেজি দশ রিয়াল
মানকে
মান জাআকে এসেছে
মান এনদাকতোমার কাছে কে?
মান ইয়াতাকাল্লামকে কথা বলে?
মাতাকখন
মাতা জি’তাকখন এসেছে?
যালিকা
মাআসাথে
ইযহাবযাও
খাইর/তাইয়্যিবভালো, উত্তম
শুকরানধন্যবাদ
মুশতাইয়্যিবখারাপ (কথ্য ভাষা)
আফওয়ানমাফ করবেন
নাআমাহ্যাঁ
লাইছা/লানা
খেতাবচিঠি
ফোনফোন
এতেছেলাতযোগাযোগ
আরবিতে কাউকে ধন্যবাদ দিতে হয় ’শুকরান’ বলে। আমি ভালো আছি এর আরবি হবে ‘আনা খাইর/ আনা তাইয়্যিব ‘

ভাত খাওয়া নিয়ে – আরবি বাক্য

আরবি বাক্যবাংলা বাক্য
আনা আকুলুর রুজ্জাআমি ভাত খাচ্ছি বা খাব
আনা আকালতুর রুজ্জাআমি ভাত খেয়েছি
কুল আররুজ্জতুমি ভাত খাও
লা তাকুলির রুজ্জাতুমি ভাত খেয়োনা
ভাতকে আরবিতে ’রুয’ বলা হয়।

সড়ক ও গাড়ি সংক্রান্ত আরবি

আরবি উচ্চারণবাংলা অর্থ
আত-ত্বারিকপথ/ রাস্তা
শারেসড়ক/ রাস্তা
সেকাক / সেক্কাগলি
সাইয়ারাছোট গাড়ি / কার
হাযিহি সাইয়ারাএটি একটি গাড়ি
হাযাএটি / ইহা
হাফেলাবাস
শাহেনাট্রাক
ছায়েক / সাওয়াকড্রাইভার
হাযা ছায়েকএ একজন ড্রাইভার
শুরতাপুলিশ
ইয়াতিশ শুরতাপুলিশ আসতেছে
মুরুরট্রাফিক পুলিশ
আসকারীসেনাবাহিনী
নুকতাচেক পোস্ট
নুকতাতু তাফতিশচেক পয়েন্ট
আত-ত্বারিকুদদায়েরীরিং রোড / চৌরাস্তা
দাররাজাসাইকেল
দাররাজা নারিয়াহমোটর সাইকেল
মাহাত্বাস্টেশন
আলকেতারট্রেন
আতত্বায়েরাবিমান
আলমাতারবিমান বন্দর

চালকের জন্য কিছু আরবি শব্দ

আরবিবাংলা
বাবদরজা
এফতাহিল বাবদরজাটি খোল
গাল্লিকিল বাব / ছাক্কিরিল বাব দরজাটি বন্ধ কর
বাওয়াবাগেইট
এমছাহিছ ছাইয়্যারাগাড়িটি মুছ
গাছিলিছ ছাইয়্যারাগাড়িটি ধৌত কর
নাজ্জিফিছ ছাইয়্যারা গাড়িটি পরিস্কার কর
কাম মাছাফাতুল মাহাত্বাস্টেশন কত দূর?
আইনাছ ছায়েকড্রাইভার কোথায়?
উদউহুতাকে(ড্রাইভার) ডাক
মুহারৃকইঞ্জিন
মাকিনামেশিন
চাকাআজালা/কাফারা
ইয়ামিনডান
ইয়াছারবাম
রুহ ইয়ামিনডানে যাও
এমশে ইয়ামিনডানে চল
আমাম/কুদ্দামসামনে
খালফা/ওয়ারাপিছনে
ফাওকাউপরে
তাহতানিচে
জানবাপাশে
হুয়া ফি জানবিকসে তোমার পাশে
কারিবনিকটে
বাঈদদূরে
ওয়াছেপ্রশস্ত
দ্বাইয়্যেকসংকির্ণ

আরবিতে দিন / বার / সপ্তাহের এর নাম

আরবি বাংলা
ইয়াউমুছ ছাবতেশনিবার
ইয়াউমুল আহাদরবিবার
ইয়াউমুল এছনাইনসোমবার
ইয়াউমুছ ছুলাছামঙ্গলবার
ইয়াউমুল আরবেআবুধবার
ইয়াউমুল খামিছবৃহস্পতিবার
ইয়াউমুল জুমুআশুক্রবার
আল ইয়াউমআজ
বুকরা / গাদান আগামীকাল
আমছেগতকাল
বাদাগাদপরশু
কাবলা আমছেগত পরশু
কাবলাআগে
বাদাপরে

আরবিতে ফলের নাম(ফকহি অর্থ ফল)

আরবি শব্দবাংলা অর্থআরবি শব্দবাংলা অর্থ
তুফফাহআপেলইনাবআঙুর
আনানাছআনারসমানজা/আনাজআম
বিত্বিখতরমুজবুরতুকালকমলা
তামারখেজুরঐযিবকিসমিস
মাউষকলাপাপায়াপেঁপে
জাজারগাজরলিচিলিচু
নারজেলনারিকেলকাস্তালকাঁঠাল
খেয়ারশশাবেনাডুরাটমেটো
ইজাছনাশপাতিরুমানডালিম
খেজুর আরবি কি? উত্তর: তামার। কলাকে আরবিতে ’মাউষ’ বলে।

আরবিতে খাবারের নাম

আরবিবাংলাআরবিবাংলা
রুজভাত, চাউলসামাকমাছ
খুব্‌জরুটিফুতুরসকাল বেলার নাস্তা
দাক্কিক, হাব্বাআটাগাদাদুপুরের খাবার
দাক্কিক, ফিনুময়দাআশারাতের খাবার
হালিবদুধশাইচা
বাইদাহডিমমা/মই/মিয়া/মুয়াপানি
লাহামগোস্ত, মাংসবাছালপিঁয়াজ
লাহামুল বাক্কারগরুর মাংসছাওমরসুন
লাহামুল গানামখাসির মাংসজানজাবিলআদা
আদাসমসুরি ডালমিল্হলবন
তাআমখানা/খাদ্যজাইততেল
সুক্কারচিনিকুরকুযমহলুদ
কামুনজিরাওয়াজবাত খাফিফাহালকা খাবার
পানিকে আরবিতে ’মা/মই/মিয়া/মুয় ‘ বলে। ডিমের আরবি কি = ’বাইদাহ ‘। আদা আরবি কি= ‘জানজাবিল’। রুটিকে আরবিতে কি বলে = ’খুব্‌জ’

আরবিতে সংখ্যা বা নাম্বার গণনা এবং কথায়

সংখ্যাআরবিসংখ্যাআরবি
১.ওয়াহেদ১৬সিত্তাতু আশারা
২.ইছনান/ইতনিন১৭সাবয়াতু আশারা
৩.তালাতাহ/ছালাছা১৮ছামানিয়াতু আশারা
৪.আরবায়াহ১৯তিছয়াতু আশারা
৫.খামসাহ্‌২০ইশরুন
৬.সিত্তাহ৩০ছালাছুনা/ছালাছাইন
৭.সাবআ৪০আরবাওনা/আরবাইন
৮.তামানিয়া/ছামানিয়া৫০খামছুনা/খামছাইন
৯.তিছয়া৬০সিত্তুনা/সিত্তাইন
১০.আশারাহ৭০সাবওনা/সাবাইন
১১.আহাদা আশারা৮০ছামানুনা/তামানিয়াইন
১২.ইছনান ওয়া আশারা৯০তিছওনা/তিছয়াইন
১৩.ছালাছাতু আশারা১০০মিয়াতুন/ওয়াহেদমিয়া
১৪.আরবাআতু আশারা১০০০আলফুন/ওয়াহেদত আল্‌ফ
১৫.খামসাতু আশারা
সৌদি আরবের মুদ্রা হলো রিয়াল। ৫০ রিয়াল হলে বলতে হবে ‘খামছাইন রিয়াল’। ১০ রিয়াল = ‘আশারাহ রিয়াল’।

আরবি ভাষায় প্রয়োজনীয় কথোপকথন

বাংলা বাক্যআরবি বাক্য উচ্চারণ
আস্‌সালামু আলাইকুমআস্‌সালামু আলাইকুম
ওয়া আলাই কুমুস্‌সালামওয়া আলাই কুমুস্‌সালাম
এদিকে আসুনতায়াল হেনা
আপনার নাম কী?মাইসমুক/ইসইসমুক?
আমার নাম আবদুলাহ।ইসমি আবদুলাহ
আপনি কেমন আছেন?কাইফা হালুক
আমি ভালো আছিতাইয়্যিব
আমার শরীর ভালো নালাসতু বেখাইর
আপনি কোথা হতে এসেছেন?মিন আইনা জিইতা?
আমি বাংলাদেশ হতে এসেছি।জিয়তু মিন বাংলাদেশ
কী জন্য এসেছেন?লিমা জিয়তা?
বাড়ির কাজে এসেছি।জিয়তু লিল আমাআল বাইত
কোন কোম্পানীতে চাকরি
করার জন্য এসেছেন?
ফি আআয়্যিতি শারিকাতি
জিয়তা লিল আমালি
কোম্পানির নাম ………ইসমুশ শারিকাহ ………..
কোম্পানির ঠিকানা কী?মা হুয়া ওনওয়ানুশ
শারিকাহ?
কোম্পানির ঠিকানা….ওনওয়ানুশ শারিকাহ ……
কোন রিক্রুটিং এজেন্সির
মাধ্যমে এসেছেন?
বিওয়াসিতাতি আইয়াতি
ওয়াকালাতিল ইসতিকদাম জিয়তা?
রিক্রুটিং এজেন্সির নাম ….ইসমু ওয়াসিতিল
ইসতিকদাম…………
পাসপোর্ট ও টিকেট দেখানহাতিল জাওয়ায ওয়াত
তাযকিয়া।
অনুগ্রহ পূর্বক একটু তাড়াতাড়িতায়াজ্জাল বিসামাহাতিকুম
আমি সৌদি রিয়াল চাইআগীর রিয়ালাস সাউদি।
আপনি এখন যেতে পারেন।ফাদাল।
বের হওয়ার রাস্তা
কোন দিকে?
আইনাল মাখরাজ।
বের হওয়ার রাস্তা
এই দিকে।
হাজা হুয়াল মাখরাজ।
মালপত্র গ্রহণের স্থান
কোথায়?
আইনা মওদউ ইসতিলামিল
হাকীবাহ ওয়াল আফাশাহ?
মালপত্র গ্রহণের স্থান
এই দিকে।
হাজা হুয়াল মাওদাউ লি ইসতিলামিল
হাকিবাহ ওয়াল আফাশাহ।
আপনি কি এখানে
এয়ারপোর্টে চাকরি করেন?
হাল আস্তা তাশতাগিলু ফি
হাজাল মাত্বার।
হ্যাঁ, এখানে চাকরি করি।নায়াম আশতাগিলু ফি
হাজাল মাত্বার।
নিয়োগকারী কোম্পানির প্রতিনিধি
আমাকে গ্রহণের জন্য আসছে কি?
হাল জায়া মুমাচ্ছিলু
ছাহিজাল আমাল?
ট্যাক্সিস্ট্যান্ড কোথায়?আইনা মাওকাফুত তাকসি?
হে ট্যাক্সি চালক রিয়াদ
যাবে কি?
ইয়া সায়িকাত তাকসি হাল
তাজহাবু ইলার রিয়াদ?
রিয়াদ যাওয়ার ভাড়া কত?কাম উজরাহ লির্‌রিয়াদ?
ভাড়া ১০ রিয়ালআশরাহ রিয়াল।
আপনার ব্যবহার আমার
কাছে খুব ভালো লাগে।
কালামুকা আহসানু জিদ্দান
লাদাইয়া।
খাবার হোটেল কোথায়?আইনাল মাতয়াম?
আপনি কী খেতে পছন্দ
করেন?
মাজা তুহিবু আন তাকুলা।
আমি ভাত-মাছ খেতে
পছন্দ করি।
আনা উহিববুর রুজ্জা
ওয়াসসামাক।
আমার জ্বর হয়েছে।আছাবানিল হুম্মা।
আমার ডাক্তারের কাছে
যাওয়া প্রয়োজন।
আলাইয়া আন আযহাবা
ইলাতত্বাবিব।
আপনার আর কী কী
অসুবিধা হয়?
আইয়াতু মুসকিলাতিল
লাকা সিওয়া হাজা?
আমি রীতিমতো খেতে
পারি না।
লা আসতাতিউল আকলা
মাওয়াযিবান।
 আপনাকে অশেষ ধন্যবাদ।শুকরান জায়িলান।
আবার আসবেন।জিয়ারাতিকুম মাররা ছানিয়া
আমাকে সাহায্য করুন।সাইদ নি।
আমি বিপদে আছি।আনা ফি মুশকিলা।
আমি কষ্টে আছি।আনা তাবান।
টাকাফুলুস
আমাকে বেতন দিনআতিনি ফুলুস
আমাকে পানি দাওআতিনি মাই
আমি বিপদে নাইমাফি মুশকিলা
এই লোকটি আমার
মালিক কিনা?
 হাদা কফিল?
আমি বাংলাদেশে ফোন
করব
মামা, আনা আতিনি সুয়াই
টেলিফোন বাংলাদেশ
আমাকে বাবা ডাকছেবাবা রিত আনা
আমাকে ভাই ডাকছেমামা, ইনতি ইবনে বাদিওলাত/
ম্যাডাম খাইয়ে হকি মিশুম নিহা
আমি হাসপাতালে
যেতে চাই
আনা বাদিক রহে মুস্তাসফা
আমি এটা খেতে পাচ্ছি নাআনা মাফিকি আক্কেল
হায়দা
আমি ভাত খেতে চাইআনা বাদ্দিক রোজ
আমি রুটি খেতে চাই নাআনা মাবাদ্দিক খবুজ
এটার নাম কি?সুইসমিক হাদা
যাও রোহ / রোহে

এক নজরে আরবি প্রয়োজনীয় শব্দাবলি

আরবি শব্দবাংলা অর্থআরবি শব্দবাংলা অর্থ
ক্বাবিহুনখারাপচোয়াদিকুনসত্যবাদী
বাহরুনসাগরকাবিরুনবড়
চোয়াগিরুনছোটক্বাচরুনদূর্গ
খুবজুনরুটিত্বাঈয়িবুনভাল
হাছানুন/কুওয়াঈসুনসুন্দরআলক্বাযিবিচারক
তাবানু ক্লান্তমালিকুনরাজা
দাওলাহ্‌দেশহুনাএখানে
বালাদ্‌শহরমিন ফাদলিকদয়া করে
সুক্কবাজারলাহযাহএক মুহূর্তে
মাহালদোকানইয়াছতাইকিযুঘুম হতে ওঠে
মাজালুল আমালকর্মস্থলজারিদাহসংবাদপত্র
মাকতাবঅফিসইয়াগতাছিলুসে গোসল করে
আহলান ওয়া সাহলানস্বাগতমতাগতাছিলুতুমি গোসল কর
মারহাবামারহাবামালাবিছপোশাক
আল মাগছালাহ/মিগছালাহ গাচ্ছালাকাপড় ধোয়ার মেশিনমুদ্দাতুল আমলকাজের মেয়ে
আগছিলুধোব/ধৈত করবইয়াওমিয়্যানপ্রত্যহ
আল্‌মালাবিছকাপড়-চোপড়আততাছওয়িককেনাকাটা করা
গাছিছলধোয়াজাহ্‌হাযতুতৈরী করেছি
উ’আলিমুকাতোমাকে শিখাবআদ্দুযুফমেহমান
আতবাকপ্লেটগুলোআত্‌ত্বাবীবডাক্তার
মিগছালাতুল আতবাকপ্লেট ধোয়ার মেশিনআল মুমাররিদাহ্‌নার্স/সেবিকা
মাছ্‌নাউআমরা তৈরী করবমাবিকা?আপনার কি হয়েছে?
মুনায্‌যিফতি খাওয়াইয়াহ্‌/মাকিনাভ্যাকুয়াম ক্লিনারউচিবতাআঘাত প্রাপ্ত হয়েছে?
উুরনচুলাফি আররাছমাথায়
আল গুরফাহরুমফি আর রুকবাহহাঁটুতে
আল মিকওয়াহইস্ত্রিফি আছ-ছদরফি আছ-ছদর
আত তাদরিবপ্রশিক্ষণফি আল ইছবাফি আল ইছবা
বা’দাকিছু পরিমাণফি আর রিজলফি আর রিজল
গাদানকালফি আল আনফনাকে
রব্বাতুল বাইতগৃহকর্ত্রী/গৃহিনীবাছিত্বসামান্য/তেমন কিছু না
বুনাইসন্তানগাইরু হাযিহিইহা ছাড়া
আল-আছাছআসবাবপত্রলা তাখাফ্‌ভয় করবেন না
আইনা আত তাবিব?ডাক্তার কোথায়?আল ইকামাহ্‌বসত/থাকার অনুমতি
আল-আমারুব্যাপারটিজাওযায সফরপাসপোর্ট
মাওজুদআছেখিতাবপত্র
ইছবিরধৈর্য ধরুনআল কাফিলনিয়োগকর্তা
আল-আনএখনকাশফরোগ পরীক্ষা
আলামব্যথাআস্‌ সদর
বুক
শাদিদকঠিন/গুরুত্বরতাহলিলবিশেষায়িত পরীক্ষা
ফি জাহরিপিঠেআদ্‌ দমরক্ত
আশফিনিআমাকে সুস্থ করুনআল-মুমাররিদাহনার্স
ইয়া রবহে প্রভুআ’তিনীআমাকে দাও
শাফাকাল্লাহতোমাকে আল্লাহ সুস্থ করুনওয়ারাকাহডাক্তারের উপদেশ
আল-ইয়াদহাতমিন ফাদলিকদয়া করে
আল-উযনকানকুরছিচেয়ার
আল-আইনচোখফান্নিটেকনিশয়ান
আল-জিলদচামড়ামুখতাবারল্যাবরেটরি
আল-মিরফাক্বকনুইত্বিববিশরীর বিদ্যা বিষয়ক
আল-ক্বালবহৃদয়আখিছ্‌ছায়িবিশেষজ্ঞ
আল-কাবিদকলিজাআল-বাউলপ্রস্রাব
আল-কাফ্‌হাতের তালুমিল’আকাহচামচ
আলবাত্বনপেটছিক্কিনছুরি
আলজাবিনকপালবাতাতাগোল আলু
আশ্‌শাফাহঠোঁটবায়দুন মাছুলুকডিম ভাজি
আয-যাহরপিঠবায়দুন মুকলিউনসিদ্ধ ডিম
আল-ফাখিযউরু/রানজুবনপনির
আল-উযুনাইনদুই কানহালিবদুধ
আল-রিজলাইনদুই পাজুবদাহ্‌মাখন
আল-ইয়াদাইনদুই হাতজায়তুনজলপাই
আল-রুকবাতাইনদুই হাঁটুদুজাজমুরগির বাচ্চা
মুসতাউছাফক্লিনিক/চিকিৎসালয়আল-আইনাইনদুই চোখ
ফাহ্‌ছপরিক্ষা-নিরীক্ষাদুজাজ মাআর রুযভাতের সাথে মুরগি
তিব্বিডাক্তারি পরীক্ষারুয মা’আ আল লাহমমাংসের সাথে ভাত
ছালাতাহ বানদুরাহটমেটোর সালাদছালাতাহ খুদারসবজির সালাদ
শুরবাহ খুদারসবজির স্যুপশুরবাহ খুদারচিকেন স্যুপ
ফাররুজ মাশওয়ীগ্রিল চিকেনফাররুজ মাকলীফ্রাইড চিকেন
আকল/আত্‌ত’য়ামখাবারওছাদাহবালিশ
ছামনমাখনজাউফবাদাম
লিমুনলেবু‘আছালমধু
আতাছপিপাসাশারাবপানীয়
আছিরজুসকাহওয়াকফি
মুরাত্তাবাতকোমল পানীয়আছির তুফফাহআপেল জুস
বাজলাহস্যুটমিয়া মা’দিনিয়্যাহমিনারেল ওয়াটার
বায়যামাপায়জামাবানতালুনট্রাউজার
জাকিতজ্যাকেটতান্‌নুরাহস্কার্ট
যুরবোতামজাওরাবমোজা
যুন্নারবেল্টশারশাফবিছানার চাদর
কুফ্‌ফাযগ্লাভসকুব্ব’আহশাহী টুপি
ক্বামিছশার্টকুমাশকাপড়
মু’আত্তাফকোটমিন্‌শাফা্‌হ্‌তোয়ালে
মিনদিলহাত রুমালবাবদরজা
আছাছফার্নিচারবাররাদ/ছাল্লাজাহরেফ্রিজারেটর
হাম্মামগোসলখানাতালফিযিয়ুনটেলিভিশন
ছাজ্জাদকার্পেটরাদিয়ু/মিযইয়ারেডিও
শুব্বাকজানালাছাবিরবিছানা
ছাহনপ্লেট/থালাছাবুনসাবান
তানজারাহপাতিলতাওয়েলাহটেবিল
গুরফাহকক্ষফিরাশমেট্ট্রেস
গুরফাতু নাউমশয়ন কক্ষগুরফাতু তয়ামডাইনিংরুম/খাবার ঘর
কা’আহহলফিনজানকাপ
কুরছিচেয়ারলিহাফকম্বল
মিরয়াহআয়নামুশতচিরুনি
মাতবাখরান্নাঘরমোকায়েবএসি

আরবি ভাষা ভালোভাবে শিখার জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স করতে হবে এবং পাশাপাশি আরবিতে কথা বলে বারবার অনুশীলন করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *