বাংলাদেশে রেলওয়ে ট্রেনের ছবি

সিলেট ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২

আজ আমরা জানবো সিলেট ট্রেনের সময়সূচি ও ভাড়া, সিলেট থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচি, সিলেট থেকে ঢাকা ট্রেনের সময়সূচি , সিলেট ট্রেনের ভাড়া , সিলেট ট্রেন সিডিউল ইত্যাদি।

সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়া

পারাবত এক্সপ্রেস , জয়ন্তীকা এক্সপ্রেস , উপবন এক্সপ্রেস , কালনী এক্সপ্রেস ইত্যাদি সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচি নিচে দেওয়া হলো্। এছাড়াও সিলেট হতে ঢাকা মেইল/লোকাল ট্রেনের সময়সূচি দেওয়া আছে।

সিলেট টু ঢাকা ট্রেন ভাড়ার তালিকা

  AC_B AC_S F_BERTH SNIGDHA F_SEAT S_CHAIR SHOVAN
Adult 1149 736 690 610 425 320 265
Child 775 489 475 403 280 215 175

সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচি ও ভাড়া

পাহাড়ীকা এক্সপ্রেস , উদয়ন এক্সপ্রেস , জালালাবাদ এক্সপ্রেস ইত্যাদি সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচি নিচে দেওয়া আছে।

সিলেট টু চট্টগ্রাম ট্রেনের ভাড়া : স্নিগ্ধা ৭১৯ টাকা , শোভন চেয়ার ৩৭৫ টাকা, শোভন ৩১৫ টাকা, ফাস্ট ক্লাস সিট ৫০০  টাকা, ফাস্ট ক্লাস বার্থ  ৭৯৫  টাকা।

সিলেট হইতে আন্তঃনগর ট্রেন  

ট্রেন নং নাম বন্ধের দিন হইতে ছাড়ে গন্তব্য পৌছায়
৭৭৪ কালনী এক্সপ্রেস শুক্রবার সিলেট ০৬:১৫ ঢাকা ১৩:০০
৭২০ পাহাড়ীকা এক্সপ্রেস শনিবার সিলেট ১০:১৫ চট্টগ্রাম ১৯:৩৫
৭১৮ জয়ন্তীকা  এক্সপ্রেস বৃহস্পতিবার সিলেট ১১:১৫ ঢাকা ১৮:২৫
৭১০ পারাবত এক্সপ্রেস মঙ্গলবার সিলেট ১৫:৪৫ ঢাকা ২২:৪০
৭২৪ উদয়ন এক্সপ্রেস রবিবার সিলেট ২১:৪০ চট্টগ্রাম ০৬:০০
৭৪০ উপবন এক্সপ্রেস সিলেট ২৩:৩০ ঢাকা ০৬:৪৫

সিলেট হইতে মেইল/এক্সপ্রেস ট্রেন:

ট্রেন নং নাম বন্ধের দিন হইতে ছাড়ে গন্তব্য পৌছায়
১৮ কুশিয়ারা এক্সপ্রেস   সিলেট ১৬:১০ আখাউড়া ২৩:৩০
১০ সুরমা মেইল   সিলেট ১৯:২০ ঢাকা ০৯:২০
১৪ জালালাবাদ এক্সপ্রেস   সিলেট ২২:১০ চট্টগ্রাম ১২:০০

আরো জানুন- 

Sylhet to Dhaka, Sylhet to Chittagong, train schedule time-table. সিলেট থেকে ঢাকা, সিলেট থেকে চট্টগ্রাম, ট্রেনের সময়সূচি বা ট্রেন ছাড়ার সময়

কিভাবে ট্রেনের টিকেট ক্রয় করবো

  • কিভাবে অনলাইনে( E- Ticket ) টিকেট ক্রয় করবেন তার পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন । সরাসরি অনলাইনে( E- Ticket ) টিকেট কিনতে এখানে ক্লিক করুন
  • কিভাবে এসএমএস(SMS) এর মাধ্যমে টিকেট ক্রয় করতে হবে তার পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন
  • এছাড়া আপনি নির্দিষ্ট স্টেশন থেকে টিকেট ক্রয় করতে পারবেন।

তবে যে পদ্ধতিতেই টিকেট ক্রয় করেন না কেন চেষ্টা করবেন আপনার ভ্রমণের তারিখের ১ সপ্তাহ বা ১০ দিন পূর্বে টিকেট ক্রয় করে রাখতে। কেননা অনেক সময় আগেই সব টিকেট বিক্রি হয়ে যায়।

তথ্যসূত্রঃ http://www.railway.gov.bd/

রেলওয়ের ফেসবুক পেজ

রেলওয়ের অ্যাপস Rail Sheba

গুরুত্বপূর্ণ স্টেশনের ফোন নাম্বার

জরুরি Contact Number

সরকারী তথ্য সেবা গ্রহণ করুন, ঝামেলামুক্ত থাকেন

http://railway.portal.gov.bd/site/page/293eb35f-8b6a-4036-898c-fd94437670b4

6 thoughts on “সিলেট ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২”

    1. উদয়ন এক্সপ্রেস রাত ৯ টা ৪০ মিনিট
      উপবন এক্সপ্রেস রাত ১১ টা ৩০ মিনিট
      আরো জানতে নিকটস্ত স্টেশনে খোঁজ নিন। ধন্যবাদ

  1. সিলেট থেকে চট্টগ্রাম ট্রেনে কেবিনের ভাড়া কত?

    1. সিলেট টু চট্টগ্রাম ট্রেনের ভাড়া : স্নিগ্ধা ৭১৯ টাকা , শোভন চেয়ার ৩৭৫ টাকা, শোভন ৩১৫ টাকা, ফাস্ট ক্লাস সিট ৫০০ টাকা, ফাস্ট ক্লাস বার্থ ৭৯৫ টাকা।

  2. ০৬/০১/২০২২ তারিখের টিকেট পাইতে পারি,, কিভাবে অনলাইনে কাটবো

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *