Gender

Gender কি ও কত প্রকার এবং এর নিয়মাবলী

ছোটবেলাতেই আমরা ইংরেজি গ্রামারের Gender সম্পর্কে অনেক কিছুই পড়েছি। এর ব্যবহার বাস্তব জীবনে অনেক বেশি হয়ে থাকে। ভর্তি পরীক্ষা, চাকুরির পরীক্ষায় English Grammar এর প্রশ্ন থাকে। আর এখানে জেন্ডার সম্পর্কিত প্রশ্নও দিয়ে থাকে। তাই আজ আমরা জানবো Gender বা লিঙ্গ সম্পর্কে-

Gender কাকে বলে

যে শব্দ দ্বারা Noun বা Pronoun এর পুরুষ বা স্ত্রী অথবা এদের উভয়টি অথবা কোন অচেতন পদার্থকে বুঝায় তাকে Gender বা লিঙ্গ বলে।যেমনঃ- Boy, Girl, Child, Book ইত্যাদি।

Gender কত প্রকার ও কি কি

Gender কে চারভাগে ভাগ করা হয়েছে। যথাঃ- Masculine Gender, Feminine Gender, Common Gender, Neuter Gender

1. Masculine Gender: যে Noun বা Pronoun দ্বারা পুরুষ জাতি বুঝায় তাকে Masculine Gender বা পুংলিঙ্গ বলে। যেমন- Boy, Father, Man, He ইত্যাদি।

2. Feminine Gender: যে Noun বা Pronoun দ্বারা স্ত্রী জাতি বুঝায় তাকে Feminine Gender বা স্ত্রী লিঙ্গ বলে। যেমন- Girl, Mother, Woman, She ইত্যাদি।

3. Common Gender: যে Noun বা Pronoun দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় জাতিকে বুঝায় তাকে Common Gender বা উভয় লিঙ্গ বলে। যেমন- Baby, Child, Parent, Student, I, You ইত্যাদি।

4. Neuter Gender: যে Noun বা Pronoun দ্বারা পুরুষ বা স্ত্রী কোন জাতিকে না বুঝায়ে অন্য কোন অচেতন বা জড় পদার্থকে বুঝায় তাকে Neuter Gender বা ক্লিব লিঙ্গ বলে। যেমন- Chair, Table, Book ইত্যাদি।

Masculine Gender কে বিভিন্ন নিয়মে  Feminine Gender করা যায়। নিচে কয়েকটি নিয়ম দেওয়া হলোঃ-

১. সম্পূর্ন ভিন্ন শব্দ ব্যবহার করে Masculine Gender কে  Feminine Gender করা হয়। যেমন-

MasculineFeminine
Beau(বো)- সুন্দর পুরুষBelle(বেল)- সুন্দরী স্ত্রীলোক
Buck – হরিণDoe(ডো) – হরিণী
Bachelor – অবিবাহিত পুরুষ Maid/Maiden/Spinster – অবিবাহিত মেয়ে
Tailor – দর্জিSeamstress – মহিলা দর্জি
Dog – কুকুরBitch – কুকুরী
Drone – পুরুষ মৌমাছিBee – স্ত্রী মৌমাছি
Horse – ঘোড়াMare – ঘোটকী
Lad – বালকLass – বালিকা
Ram – ভেড়াewe – ভেড়ী

২. Masculine Gender এর শব্দের শেষে ess যুক্ত করে Feminine করতে হয়। যেমন-

MasculineFeminine
Author – লেখকAuthoress – লেখিকা
Manager – ব্যবস্থাপকManageress – ব্যবস্থাপিকা
Poet – কবিPoetess – মহিলা কবি
Prince – যুবরাজPrincess – রাজকন্যা
Shepherd – রাখালShepherdess – রাখালী

৩. Masculine Gender এর শব্দের শেষের syllable এর vowel বাদ দিয়ে ess যুক্ত করে Feminine করতে হয়। যেমন-

MasculineFeminine
Actor – অভিনেতাActress – অভিনেত্রী
Director – পরিচালকDirectress – পরিচালিকা
Emperor – সম্রাটEmpress -সম্রাজ্ঞী
Governor – শাসনকর্তাGoverness – শাসনকর্তী
Votary – পুরুষভক্তVotaress -মহিলাভক্ত

৪. Masculine Gender এর শব্দের সাথে a, ine, ina, trix ইত্যাদি যুক্ত করে Feminine Gender করা হয়। যেমন-

MasculineFeminine
Infant – ছেলে শিশুInfanta
Joseph – জোসেফJosephine
William – উইলিয়ামWihelmina
Administrator – প্রশাসকAdministratrix – প্রশাসিকা

৫. Compound Noun এর Masculine অংশকে Feminine করে কিছু Gender পরিবর্তন করতে হয়। যেমন-

MasculineFeminine
Billy-goat – পাঁঠাNanny-goat – ছাগী
Bother-in-law – শালা/দেবরSister-in-law – ভাবী/ননদ/শালী
Mankind – মানবজাতিWomankind – নারীজাতি
Step-father – সৎ পিতাStep-Mother – সৎ মাতা
Beggar-man – ভিক্ষুকBeggar-woman – বিখারিনী

৬. কিছু Common Gender এর Masculine ও Feminine রূপ দেওয়া হলোঃ-

CommonMasculineFeminine
Deer – হরিণHart/Stagroe/hind
Fowl – মোরগCockhen
Pig – শূকরBoarSow
Monarch – সম্রাটKing/EmperorQueen/Empress

৭. কিছু Noun আছে যেগুলো সর্বদা Feminine Gender. এগুলোর Masculine Gender হয় না। যেমনঃ Amazon(পুরুষভাবাপন্ন স্ত্রী), Drab(নোংরা মেয়ে), Virgin(কুমারী), Nurse(সেবিকা), Siren(সুকন্ঠী গায়িকা), Shrew(ঝগড়াটে মহিলা) ইত্যাদি।

৮. কিছু Noun আছে যেগুলো সর্বদা Masculine Gender. এগুলোর Feminine Gender হয় না। যেমনঃ Captain(অধিনায়ক), Judge(বিচারক), Chairman(সভাপতি), President(সভাপতি), Coward(কাপুরুষ) ইত্যাদি।

এছাড়াও Gender এর আরো বিভিন্ন নিয়ম রয়েছে। আপনার জানা জেন্ডার সম্পর্কিত যেকোনো কিছু কমেন্ট করে জানাতে পারেন। Gender সম্পর্কে আপনার মেধা যাচাই করতে এখানে ক্লিক করে একটি মডেল টেস্ট দিন। বিডি টুইটের সাথে থাকার জন্যে ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *