মোবাইল গরম হলে করণীয়

মোবাইল গরম হওয়া রোধে করণীয়

আমাদের ব্যবহৃত স্মার্টফোন অনেক সময় গরম হয়ে উঠে। যা খুবই বিরক্তকর। আবার মনে মনে ভয় কাজ করে যদি বিস্ফোরণ হয়। কিছু নিয়ম মেনে চললে এই সমস্যা রোধ করা সম্ভব।

 ফোন চার্জ ও চার্জার

আমাদের ফোন ব্যবহারের আসক্তি এতটাই বেশি যে আমরা ফোন চার্জে রেখেও ব্যবহার করি। যেকোন চার্জার ফেলেই ফোন চার্জে বসিয়ে দিই। এসব অভ্যাসের কারণে মোবাইল অত্যাধিক গরম হয়ে উঠে। এজন্য যা মেনে চলতে হবে।

  • পাওয়ার ব্যাংক লাগানো অবস্থায় বা ফোন চার্জ হওয়া অবস্থায় মোবাইল ব্যবহার ও কথা বলা থেকে বিরত থাকুন।
  • ফোনের অর্জিনাল চার্জার দিয়ে চার্জ করুন।
  • চার্জ ১০০% হয়ে গেলে চার্জার খুলে ফেলুন।
  • চার্জ যেন একেবারে খালি বা ০% না হয়। মিনিমাম ৩০% চার্জ থাকা অবস্থায় চার্জে লাগিয়ে দেন। 

ব্রাইটনেস কমিয়ে রাখা

বিনা প্রয়োজনে মোবাইলের ব্রাইটনেস বেশি রাখা উচিত নয়। অতিরিক্ত ব্রাইটনেসের কারণে স্মার্টফোন গরম হয়ে ওঠে।

মাল্টি প্রসেসিং না করা

আমরা মোবাইলে একই সাথে অনেক কাজ করি। ফলে অনেকগুলো অ্যাপ একই সময় প্রসেস করতে গিয়ে ফোন গরম হয়ে যায়।

দীর্ঘ সময় একটানা ব্যবহার না করা

একটানা দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করার ফলে ফোন গরম হয়ে যায়। এই গরম হওয়া ঠেকাতে যা করতে হবে তা হলোঃ

  • ঘন্টার পর ঘন্টা কথা বলা থেকে বিরত থাকা।
  • ফেসবুক ইউটিউব-এ দীর্ঘসময় ব্যয় না করা।
  • ভিডিও গেমস খেলার ক্ষেত্রে সর্তক থাকা।

ইন্টারনেট বন্ধ রাখা

ব্যবহারের পর বিনা প্রয়োজনে ডাটা চালু রাখলে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চালু থাকে। ফলে ফোন গরম হওয়ার সম্ভাবনা থাকে।
বর্তমানে স্মার্টফোনগুলোতে গরম হওয়া ঠেকাতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবে সঠিক ব্যবহারের মাধ্যমে ফোন গরম হওয়া রোধ করা সম্ভব।

1 thought on “মোবাইল গরম হওয়া রোধে করণীয়”

  1. সুমাইয়া আক্তার সীমা

    স্মার্টফোন ব্যবহারে সতর্কতা মুলক পোস্টটি আমি পড়েছি। আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ লেখা আমাদের সাথে শেয়ার করবেন এমনটাই চাওয়া। অনেক বেশী ভালো থাকবেন। ধন্যবাদ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *