আমরা বলতে বা লিখতে যে বাংলা বাক্য ব্যবহার করি তা অনেক সময় ভুল হয়ে থাকে। ব্যকরণের সঠিক ব্যবহার না জানার কারণে এই ভুল হয়ে থাকে। আজ দেখবো কিছু গুরুত্বপূর্ণ বাক্য শুদ্ধি যা বিভিন্ন ভর্তি ও নিয়োগ পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে।
অশুদ্ধ | শুদ্ধ |
অধ্যাপনাই ছাত্রদের তপস্যা | অধ্যয়নই ছাত্রদের তপস্যা । |
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার | অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার । |
আমি সন্তোষ হলাম | আমি সন্তুষ্ট হলাম । |
আপনি স্বপরিবারে আমন্ত্রিত | আপনি সপরিবারে আমন্ত্রিত । |
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত | আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত । |
আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম | কণ্ঠ পর্যন্ত ভোজন করলাম / আকণ্ঠ ভোজন করলাম । |
বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে | বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে । |
তিনি সাক্ষি দেবেন না | তিনি সাক্ষ্য দেবেন না । |
দৈন্যতা প্রশংসনীয় নয় | দীনতা প্রশংসনীয় নয় । |
তুমি নির্দোষী নও | তুমি নির্দোষ নও । |
বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ | বাংলাদেশ সমৃদ্ধ(বা সমৃদ্ধিশালী ) দেশ । |
‘গীতাঞ্জলী’ পড়েছ কী? | ‘গীতাঞ্জলি’ পড়েছ কি? |
আমি, সুমন ও তুমি বেড়াতে যাবো | তুমি, সুমন ও আমি বেড়াতে যাবো। |
যুক্তি খণ্ডণ হয়েছে কিন্তু মুক্তি মেলেনি | যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি । |
সমুদয় পক্ষীই নীর বাঁধে | সমুদয় পক্ষীই নীড় বাঁধে । |
তুমি কী চট্টগ্রাম যাবে? | তুমি কি চট্টগ্রাম যাবে? |
জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর | জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। |
আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি | আমি এ ঘটনা চাক্ষুস দেখেছি । |
দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল | দুর্বলতাবশত অনাথা বসে পড়ল । |
তিনি স্বস্ত্রীক বেড়াতে এসেছিলেন | তিনি সস্ত্রীক বেড়াতে এসেছিলেন। |
সে সঙ্কট অবস্থায় পড়েছে | সে সংকটে পড়েছে । |
বিধি লঙ্ঘন হয়েছে | বিধি লঙ্ঘিত হয়েছে । |
সে বড় মনোকষ্টে আছে | সে বড় মনঃকষ্টে আছে । |
সকল আলেমগণ আজ উপস্থিত | সকল আলেম আজ উপস্থিত। |
মেয়েটি সুকেশিনী এবং সুহাসি | মেয়েটি সুকেশা(বা সুকেশী) এবং সুহাসিনী। |
গণিত খুব কঠিন | গণিত খুব জটিল । |
তাহার সাথে আমার দেখা হয়নি কতকাল | তার সাথে আমার দেখা হয়নি কতকাল। |
তার সৌজন্যতা ভুলতে পারব না | তার সৌজন্য ভুলতে পারব না । |
সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন কর | সব বিষয়ে বাহুল্য বর্জন কর । |
তাহার জীবন সংশয়ময় | তাহার জীবন সংশয়াপূর্ণ। |
বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন | বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন । |
একটি গোপন কথা বলি | একটা গোপনীয় কথা বলি । |
দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা | দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা । |
কীর্তিবাস বাংলা রামায়ন লিখিয়াছেন | কীর্তিবাস বাঙলা রামায়ণ লিখিয়াছেন । |
দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা | দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা । |
সাহিত্য ও সংস্কৃতিক অনুষ্ঠান | সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান । |
প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকিবেন | প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন |
বিরাট গরু-ছাগলের হাট | গরু-ছাগলের বিরাট হাট |
বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ | বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ । |
৫ জন ছাত্ররা স্কুলে যায় | ৫ জন ছাত্র স্কুলে যায় । |
আমি সন্তোষ হলাম | আমি সন্তুষ্ট হলাম । |
সঠিক নিয়ম মেনে বাক্য ব্যবহার করলে তবেই সৌন্দর্য বৃদ্ধি পাবে ভাষার। ধন্যবাদ বিডি টুইটের সাথে থাকার জন্য। suddho bakker babohar
তথ্যসূত্রঃ Digest
ধন্যবাদ