পৃথিবীর বিভিন্ন ভাষার মধ্যে বাংলা অন্যতম। বাংলা ভাষা উৎপত্তির পিছনে রয়েছে অনেক ইতিহাস। আসলে ইতিহাস লিখে শেষ করা কঠিন। তাই আজ আমরা প্রশ্ন-উত্তরের মাধ্যমে বাংলা ভাষার কিছু ইতিহাস জানবো-
১.প্রশ্নঃ ইন্দো-ইউরোপীয় ভাষা কি?
উত্তরঃ পৃথিবীর মূল ভাষা গোষ্ঠীর এক প্রধান শাখা হল ইন্দো-ইউরোপীয় ভাষা।
২.প্রশ্নঃ ভারতীয় আর্যভাষা কোন ভাষার বিবর্তিত রূপ?
উত্তরঃ ইন্দো-ইউরোপীয় ভাষার।
৩.প্রশ্নঃ বাংলা ভাষার মূল কাঠামো কোন ভাষার?
উত্তরঃ প্রাচীন ভারতীয় আর্য ভাষার।
৪.প্রশ্নঃ বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা?
উত্তরঃ প্রায় ২৫ কোটি।
৫.প্রশ্নঃ আর্যরা ভারতবর্ষে কোন সময় আসেন?
উত্তরঃ আনুমানিক ১৫০০ খ্রিস্টাব্দে।
৬.প্রশ্নঃ প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্যতম নির্দশন কি?
উত্তরঃ বেদ।
৭.প্রশ্নঃ বৈদিক ভাষা সংস্কারের ফলে যে ভাষার সৃষ্টি হয় তার নাম কি?
উত্তরঃ সংস্কৃত ভাষা।
৮.প্রশ্নঃ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কত শতাব্দীতে?
উত্তরঃ সপ্তম শতাব্দীতে।
৯.প্রশ্নঃ বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভূক্ত?
উত্তরঃ ইন্দো-ইউরোপীয় ভাষা।
১০.প্রশ্নঃ বাংলা ভাষা পৃথিবীর কততম বৃহত্তম মার্তৃভাষা?
উত্তরঃ চতুর্থ।
১১.প্রশ্নঃ দাপ্তরিক ভাষা বা Official Language হিসাবে বিশ্বে বাংলা ভাষার স্থান কত?
উত্তরঃ দশম।
১২.প্রশ্নঃ কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
উত্তরঃ প্রাকৃত ভাষা থেকে(তবে ড. মুহাম্মাদ শহীদুল্লাহর মতে গোড়ীয় প্রাকৃত থেকে)।
১৩.প্রশ্নঃ কখন বাংলা বর্ণমালা স্থায়ীরূপ লাভ করে?
উত্তরঃ উনিশ শতকে মুদ্রণযন্ত্র আবিষ্কারের পর।
১৪.প্রশ্নঃ বাংলা মৌখিক ভাষা কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ মান মৌখিক ভাষা ও আঞ্চলিক মৌখিক ভাষা।
১৫.প্রশ্নঃ কি থেকে বাংলা বর্ণমালার উদ্ভব ঘটে?
উত্তরঃ ব্রাহ্মীলিপি থেকে।
১৬.প্রশ্নঃ বাংলাদেশ ছাড়া আর কোন কোন অঞ্চলের মানুষ বাংলায় কথা বলে?
উত্তরঃ ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষ।
১৭.প্রশ্নঃ বাংলা বর্ণমালা গঠনের কাজ শুরু হয় কোন যুগে?
উত্তরঃ সেন যুগে?
১৮.প্রশ্নঃ বাংলা বর্ণমালা গঠনের কাজ শেষ হয় কোন যুগে?
উত্তরঃ পাঠান যুগে?
১৯.প্রশ্নঃ বাংলা বর্ণমালা মুদ্রণযন্ত্রে ছাপার উপযোগী করেন কে?
উত্তরঃ পঞ্চানন কর্মকার।
২০.প্রশ্নঃ বাংলা ভাষায় কি পরিমাণ শব্দ আছে?
উত্তরঃ প্রায় ১,২৫,০০০ শব্দ।
২১.প্রশ্নঃ বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা আছে?
উত্তরঃ প্রায় সাড়ে তিন হাজার।
২২.প্রশ্নঃ বাংলা ভাষার আদিযুগের সীমা কত?
উত্তরঃ ১০০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ( তবে ড. মুহাম্মাদ শহীদুল্লাহর মতে ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত )।
২৩.প্রশ্নঃ বাংলা ভাষার আদিযুগের নিদর্শন কি?
উত্তরঃ চর্যাপদ।
২৪.প্রশ্নঃ বাংলা ভাষার মধ্যযুগের সীমা কত?
উত্তরঃ ১৩৫০ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
২৫. বাংলা ভাষার মধ্যযুগের প্রথম নিদর্শন কি?
উত্তরঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ গ্রন্থ।
২৬.প্রশ্নঃ কোন সময়কে বাংলা ভাষার অন্ধকার যুগ বলা হয়?
উত্তরঃ ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
২৭.প্রশ্নঃ বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় কবে?
উত্তরঃ ১৮০০ সাল থেকে।
২৮.প্রশ্নঃ বাংলা সাহিত্যের যথার্থ আধুনিক যুগ শুরু হয় ১৮৬১ সালে। কেন?
উত্তরঃ মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ’ মহাকাব্য প্রকাশের জন্যে।
এগুলো পড়লে যেমন নিজের মাতৃভাষা সম্পর্কে জানা যায় তেমনি বিভিন্ন ভর্তি পরীক্ষা, নিয়োগ বা চাকুরির পরীক্ষা ইত্যাদিতে কাজে লাগে।