বাংলা ব্যাকরণ (প্রশ্ন-উত্তর)

বাংলা ভাষার শৃঙ্খলা রক্ষার জন্য এবং ভাষার সুনির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণের জন্যে বাংলা ব্যাকরণের সৃষ্টি। বাংলা ব্যাকরণ সৃষ্টির পিছনে রয়েছে অনেক ইতিহাস। আজ আমরা প্রশ্ন-উত্তরের মাধ্যমে বাংলা ব্যাকরণ সম্পর্কে অনেক কিছু জানবো-

১.প্রশ্নঃ ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তি কি?
উত্তরঃ বি + আ + কৃ + অন
২.প্রশ্নঃ বি + আ + কৃ + অন এর ব্যুৎপত্তিগত অর্থ কি?
উত্তরঃ বি + আ + কৃ + অন এর ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ।
৩.প্রশ্নঃ বাংলা ব্যাকরণ বাংলা ভাষার কি?
উত্তরঃ বাংলা ব্যাকরণ বাংলা ভাষার শৃঙ্খলাপঞ্জি।
৪.প্রশ্নঃ ব্যাকরণ শব্দটির উৎস কি?
উত্তরঃ ব্যাকরণ শব্দটির উৎস ‘কৃষ্ণযজুর্বেদে’।
৫.প্রশ্নঃ সর্বপ্রথম কোন পর্তুগিজ পাদ্রি বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন?
উত্তরঃ মানো এল দা আসপুম্পসাঁউ
৬.প্রশ্নঃ ‘মানো এল দা আসপুম্পসাঁউ’ রচিত বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থটির নাম কি?
উত্তরঃ Vocabulario Em Idioma Bengala, Protuguez.
৭.প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম সম্পূর্ণ ব্যাকরণের নাম কি?
উত্তরঃ A Grammar of the Bengali Language
৮.প্রশ্নঃ ‘A Grammar of the Bengali Language’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ Nathaniel Brassey Halhed.
৯.প্রশ্নঃ সর্বপ্রথম কোন বাঙ্গালি ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
১০.প্রশ্নঃ রাজা রামমোহন রায় কত সালে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন?
উত্তরঃ ১৮২৬ সালে(প্রকাশিত ১৮৩৩ সালে)।
১১.প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি?
উত্তরঃ শ্রীনাথ সেনের ‘ভাষাতত্ত্ব’ গ্রন্থ
১২.প্রশ্নঃ ব্যাকরণ শব্দের শাব্দিক অর্থ কি?
উত্তরঃ ব্যাকরণ শব্দের শাব্দিক অর্থ ‘শব্দশাস্ত্র’।
১৩.প্রশ্নঃ সংস্কৃত ভাষায় সর্বপ্রথম ব্যাকরণ রচনা করেন কে?
উত্তরঃ পাণিনি।

১৪.প্রশ্নঃ ছাপানোর বাংলা অক্ষর না থাকায় ১৭৩৪ সালে লিসবনে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কোন অক্ষরে মুদ্রিত হয়?
উত্তরঃ রোমান অক্ষরে।
১৫.প্রশ্নঃব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?
উত্তরঃ ৪ টি।
১৬.প্রশ্নঃব্যাকরণের আলোচ্য বিষয় কি কি?
উত্তরঃ ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব।
১৭.প্রশ্নঃ ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি কি?
উত্তরঃ ধ্বনি, বর্ণ প্রকরণ, উচ্চারণ প্রণালী, বর্ণ বিন্যাস, সন্ধি, ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান, ধ্বনি পরিবর্তন ইত্যাদি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।
১৮.প্রশ্নঃ রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি কি?
উত্তরঃ শব্দ, শব্দ প্রকরণ, শব্দ গঠন, লিঙ্গ, শব্দরূপ, কারক, সমাস, ধাতুরূপ, প্রত্যয়, উপসর্গ, ক্রিয়ার কাল ইত্যাদি রূপতত্ত্বের আলোচ্য বিষয়।
১৯.প্রশ্নঃ বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি কি?
উত্তরঃ বাক্যের সঠিক গঠন প্রণালী, বিভিন্ন বাক্যের সংযোজন, বিয়োজন, এদের সার্থক ব্যবহার, যোগ্যতা, বাক্যের মধ্যে শব্দ বা পদের সঠিক স্থান বা ক্রম, পদের রূপ পরিবর্তন ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
২০.প্রশ্নঃ অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি কি?
উত্তরঃ শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ ( মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থক, সমার্থক ) ইত্যাদি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়।

বাংলা ব্যাকরণ জানার মাধ্যমে বাংলা ভাষার সঠিক ব্যবহার করা সম্ভব। এতে করে ভাষার নিয়ম-নীতির যথাযথ অনুসরণ হয়। ব্যাকরণ ভাষার শৃঙ্খলা বৃদ্ধি করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *