আমরা অনেক সময় মনের অজান্তে মোবাইলের মেমোরি থেকে গুরুত্বপূর্ণ কোন ছবি ডিলিট করে দিয়ে থাকি।অথবা মনের ইচ্ছায় অনেকদিন আগে ডিলিট হয়ে যাওয়া ছবি পুনরায় ফিরে পেতে চাইলে নিচের নিয়ম অনুসারে কাজ করুন।
১.প্রথমে প্লে-স্টোর থেকে DiskDigger নামে এপসটি ডাউনলোড করুন।সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
২.ইনস্টল করার পর এপসটি ওপেন করুন।
৩.এরপর START BASIC PHOTO SCAN অপশনে ক্লিক করি।
৪.এরপর আপনার মোবাইলের মেমোরির নতুন পুরোনো যত ছবি রয়েছে সব স্কেনিং হতে থাকবে।স্কেনিং কমপ্লিট হলে ছবিগুলো হতে আপনার হারিয়ে যাওয়া ছবি সিলেক্ট করুন উপরের রিকভার অপশনে ক্লিক করুন।
৫.এরপর মাঝখানের অপশনে ক্লিক করুন।
৬.এরপর ডানদিকের উপরের সংকেতে ক্লিক করে show SD card অপশনে ক্লিক করি।এরপর বামদিকের উপরের সংকেতে ক্লিক করি।
৭.এরপর আপনার মেমোরির অপশনে প্রবেশ করে সিলেক্ট করা ছবিগুলো সেভ করার জন্য ফাইল সিলেক্ট করুন।
৮.সিলেক্ট অপশনে ক্লিক করার পর অটোমেটিক আপনার মার্ক করা ছবিগুলো মেমোরিতে সেভ হয়ে যাবে।
এভাবেই আপনি আপনার হারিয়ে যাওয়া ছবি ফিরে পাবেন।ছবি ছাড়াও ভিডিও বা ফাইল আপনি রিকভার করতে পারবেন।কিন্তু এজন্য অবশ্যই আপনার মোবাইল রুট করতে হবে।
আসলে এসব ফাইল ফিরে পাওয়ার উৎস আপনার মেমোরির Android অপশনে সংরক্ষিত থাকে।তাই এই ফাইলটা যত সম্ভব ডিলিট না করার চেষ্টা করাই ভাল।
আজকে এইটুকুই।সামনে আরো নতুন বিষয় নিয়ে ফিরে আসব।
Welcome Vaiya