দাঁতে ক্যাভিটি

দাঁতে ক্যাভিটির সমস্যা

দাঁতের সমস্যা শুধু বৃদ্ধদের হয় এমন না, বরং শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতী যেকোন বয়সেই হতে পারে। দাঁতে সমস্যার মূল কারণ ক্যাভিটি। আর এই ক্যাভিটি থেকে শুরু হয় দাঁতে ব্যথা, দাঁত শিনশিন করা, অসময়ে দাঁত পড়ে যাওয়া, দাঁত ভেঙ্গে যাওয়া ইত্যাদি।

দাঁতের ক্যাভিটি কি

দাঁতের ক্যাভিটি ( Tooth Cavity ) হলো দাঁতের ক্ষয় বা গর্ত। দাঁত ক্ষয়ের কারণে গর্তের সৃষ্টি হয়। গর্ত ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড় হতে থাকে। প্রথম দিকে দাঁত ক্ষয় হওয়ার সময় ব্যথা হয় না। তবে দাঁতের ক্যাভিটি বা গহ্বর এর চিকিৎসা রয়েছে এবং প্রতিরোধের উপায় আছে।

দাঁতে ক্যাভিটি এর লক্ষণ

দাঁতের গহ্বর বা গর্ত নির্ভর করে দাঁত ক্ষয়ের পরিমাণের উপর। Cavities দাঁতকে ধ্বংস করে ফেলে। দাঁতে ক্যাভিটিস এর লক্ষণ হলো-

  1. দাঁতে শিনশিন করা।
  2. দাঁতে ব্যথা।
  3. দাঁতে কালো বা সাদা দাগ।
  4. দাঁতের একটি দৃশ্যমান গর্ত।

দাঁতে ক্যাভিটির কারণ

দাঁতে ক্যাভিটি সৃষ্টির অন্যতম কারণ হলো ব্যাকটেরিয়া, মুখের লালা, এসিড, খাদ্য কণা ইত্যাদি। সকলের মুখেই ব্যাকটেরিয়া আছে। মিষ্টি জাতীয় খাবার খেলে ব্যাকটেরিয়ার আক্রমণ বেড়ে যায়। দাঁতের এনামেল দুর্বল হয়ে গেলে দাঁত ক্ষয় হওয়ার ঝুঁকি বাড়ে। দাঁতে ক্যাভিটির ঝুঁকির কারণ হলো-

  1. খুব মিষ্টি বা টক জাতীয় খাবার খাওয়া।
  2. নিয়মিত ব্রাশ বা ফ্লস না করা।
  3. ফ্লোরাইড না থাকা।
  4. শুকনা মুখ।

পিছনের দাঁতগুলোতে ক্যাভিটি বেশি আক্রমণ করে। কেননা এগুলোতে খাদ্যকণা আটকানোর মতো ফাঁদ রয়েছে। এছাড়া এ দাঁতগুলোতে ব্রাশ এবং ফ্লসিং করা কঠিন।

ক্যাভিটির জন্য চিকিৎসা

দাঁত ব্যথা বা শিনশিন করার কথা ডেন্টিস্ট কে বললে তিনি দাঁত পরীক্ষা করে দেখবেন। সাধারণ পরীক্ষায় ক্যাভিটি সনাক্ত না হলে দাঁতের ক্ষয় দেখার জন্য ডেন্টাল এক্সরে(x-ray) ব্যবহার করা হয়। ক্যাভিটির অবস্থার উপর নির্ভর করে বিভিন্ন চিকিৎসা রয়েছে।

দাঁতের চিকিৎসা

দাঁত ফিলিং

দাঁত ফিলিং হলো দাঁতের ক্ষয় প্রাপ্ত উপাদান ড্রিল করে মুছে ফেলে এরপর সে জায়গায় সোনা, রুপা বা অন্যকোন উপযুক্ত পদার্থ দিয়ে গর্তস্থান ভরাট করা।

দাঁতের ক্রাউন বা ক্যাপ

দাঁত যদি বেশি ক্ষয় হয় তাহলে ক্ষয় হওয়া উপাদান মুছে ফেলে দাঁতের উপরে ক্যাপ স্থাপন করা হয়। ফলে দাঁতের ভিতরে খাদ্য কণা প্রবেশের সুযোগ থাকে না।

রুট ক্যান্যাল

দাঁতের ক্ষয় যদি এমন হয় যে স্নায়ু মৃত্যুর কারণ হতে পারে তখন ডেন্টিস্ট রুট ক্যান্যাল করে থাকেন। এক্ষেত্রে দাঁতের ক্ষয় প্রাপ্ত অংশ, নার্ভ টিস্যু, রক্তবাহী টিস্যু মুছে ফেলা হয়। এরপর সংক্রামন পরীক্ষা করে প্রয়োজনীয় মেডিসেন দেন এবং দাঁতে ফিলাপ বা ক্যাপ স্থাপন করেন।

প্রাথমিক পর্যায়ে চিকিৎসা

যদি ডেন্টিস্ট প্রাথমিক অবস্থায় দাঁতের ক্ষয় সনাক্ত করতে পারেন তবে ফ্লোরাইড চিকিৎসার মাধ্যমে দাঁতের এনামেল সৃষ্টি ও ক্ষয় রোধ করা সম্ভব।

দাঁতের ব্যথায় অস্থিরতা

দাঁতের ক্যাভিটিস ও ক্ষয় হওয়ার কারণে প্রচন্ড ব্যথা এবং অসহ্য লাগে। এমন অবস্থায় অভিজ্ঞ দাঁতের ডাক্তারের পরামর্শ মতে চলতে হবে। ব্রাশ করার সময় খেয়াল রাখতে হবে  ব্যথার স্থানসহ দাঁত এবং মুখ যেন পরিষ্কার থাকে। খাওয়া ও পান করার সময় খুব গরম ও ঠান্ডা জিনিস এড়িয়ে চলতে হবে।

দাঁতের ক্যাভিটিস থেকে জটিলতা

দাঁতের ক্যাভিটির চিকিৎসা না করালে এর থেকে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। যেমন-

  • নিয়মিত দাঁতে ব্যথা ও শিনশিন করা।
  • রক্ত প্রবাহে জীবানু সংক্রমিত হওয়ার আশংকা।
  • দাঁত ভাঙ্গার সম্ভাবনা।
  • খাবার চিবানোতে অসুবিধা।

দাঁতের সমস্যায় ডাক্তার দেখানোর বিকল্প নেই। অন্যথায় ভবিষ্যতে ভুক্তে হবে নানা জটিলতায়।

দাঁতের ক্যাভিটি প্রতিরোধ

দাঁতে ক্যাভিটি সৃষ্টি একটি সাধারণ দাঁতের সমস্যা। তবে কিছু সতর্কতা অবলম্বনে এর ঝুঁকি কমানো যায়। যথা-

  • ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে প্রতিদিন দুইবার ব্রাশ করা।
  • দিনে অন্তত একবার ফ্লস করা।
  • চিনিযুক্ত খাবার ও টক জাতীয় খাবার কম খাওয়া।
  • মাঝে মাঝে নাস্তা খাওয়া সীমিত করা।

দাঁতের ক্ষয় রোধে যেসব খাবার খাওয়া উচিত-

  • ফাইবার সমৃদ্ধ ফল এবং সবজি
  • ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার
  • চিনিছাড়া xylitol চুইংগাম
  • চিনিমুক্ত রং চা ও গ্রীন টি
  • ফ্লোরাইডযুক্ত পানি

এছাড়াও বছরে অন্তত দুইবার দাঁতের ডাক্তার দেখানো উচিত। এতে বর্তমান সমস্যার চিকিৎসা এবং ভবিষ্যতে দাঁতের সমস্যা প্রতিরোধে সহায়তা করবে।

তথ্যসূত্রঃ

  1. https://www.healthline.com/health/dental-oral-health-cavities#causes
  2. http://www.mayoclinic.org/diseases-conditions/cavities/basics/definition/con-20030076
  3. http://www.mayoclinic.org/diseases-conditions/cavities/basics/preparing-for-your-appointment/con-20030076
  4. http://www.mouthhealthy.org/en/az-topics/b/brushing-your-teeth

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *