সার্চ ইঞ্চিন গুগুল

২০২২ সালের ৬টি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম

লক্ষ লক্ষ ওয়েব সাইটের নাম মনে রাখা কি সম্ভব? আবার কোন সাইটে কি আছে তা জানবো কি করে? তাইতো এ কাজকে সহজ করার জন্য ওয়েবে কোন কিছু খুঁজে পেতে সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হয়। এর মাধ্যমে আমরা পেতে পারি আমাদের প্রয়োজনীয় তথ্য। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হলো পিপীলিকা । বিশ্বে অনেক সার্চ ইঞ্জিন থেকে আমরা জানবো ২০২০ সালে জনপ্রিয় ১০ টি সার্চ ইঞ্জিন সাইটের নামঃ

1. গুগুল

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম গুগুল। এর ওয়েব সাইটের ঠিকানা হলো https://google.com বর্তমানে টেক জগতে Google প্রথম স্থান দখল করে আছে। গুগুলের অনেক সেবা থাকলেও সার্চ করার কথা মনে হলেই গুগুল ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না। উন্নত ইউজার ভ্যালু প্রদানের কারনে এটি সবার প্রিয়। মানুষ যেমনটি চাই তেমনটি পায় বলেই অন্য সার্চ ইঞ্জিন থেকে এর ব্যবহারকারী বেশি।

2. বিং

মাইক্রোসফট এর সার্চ ইঞ্জিন হলো বিং। Bing এর ওয়েবসাইট হলো https://www.bing.com/  ২০০৯ সালে এর কার্যক্রম শুরু হলেও এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

3. ইয়াহু

একসময় গুগুলের মত অনেক জনপ্রিয় ছিল ইয়াহু। এর সার্চ ইঞ্জিন ছাড়াও আরো অনেক পরিসেবা আছে। ১৯৯৪ সালে Yahoo! চালু হয়। এর ওয়েবসাইট হলো https://www.yahoo.com/

4. বাইডু

চীন ভিত্তিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো বাইডু। গুগুলকে ব্যবহার না করে চীন তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন Baidu ব্যবহার করে। এর ওয়েব সাইট ঠিকানা হলো https://www.baidu.com/ তবে চীন ছাড়া আরো কয়েকটি দেশে কম বেশী বাইডু ব্যবহৃত হয়ে থাকে। বাইডু চীনের নীতিমালা অনুসারে পরিচালিত হয়ে থাকে।

5. ডাকডাকগো

ডাকডাকগো ২০০৮ ‍সাল থেকে তাদের ব্যবসায় কার্যক্রম ‍শুরু করে। https://duckduckgo.com/ বর্তমানে খুব জনপ্রিয় ‍সার্চ ইঞ্জিন। বাচ্চাদের খেলা ডাক, ডাক, গুজের থেকে এর নামকরণ করা হয় DuckDuckGo

6. ইয়ানডেক্স

রাশিয়া ভিত্তিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো ইয়ানডেক্স। তবে রাশিয়া ছাড়াও আরো কয়েকটি দেশে Yandex ব্যবহৃত হয়ে থাকে। ইয়ানডেক্স এর ওয়েবসাইট হলো https://yandex.com  রুশ ভাষায় ব্যবহৃত হয় https://yandex.ru/

এছাড়াও  ‍Ask ( http://www.ask.com/ ),  Search Aol (http://www.search.aol.com/), Wolframalpha (http://www.wolframalpha.com/), Webcrawler (http://www.webcrawler.com/), Search (http://www.search.com/) Dogpile (http://www.dogpile.com/), Ixquick (http://www.ixquick.com/), Excite (http://www.excite.com/) , Info (http://www.info.com/) ইত্যাদি অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *