ক্যালকুলেটরের মধ্যে গোপন ফাইল

ক্যালকুলেটরের ভিতরে লুকিয়ে রাখুন আপনার ফোনের প্রয়োজনীয় ফাইল!!! সাথে থাকছে অ্যাপস লক ও।

হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফাইল লুকিয়ে রাখতে পারবেন তাও আবার ক্যালকুলেটরের মাধ্যমে।

তার জন্য আপনাদের একটি calculator app ডাউনলোড করতে হবে। অ্যাপ টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন। ইন্সটল হয়ে গেলে নিচের স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন।

Calculator Icon
password setup
password hind

এখন এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিন। যেমন: আমি দিয়েছি 2580

like a calculator

পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখন মার্ক করা জায়গায় ক্লিক করুন আপনার প্রয়োজনীয় ফাইল লুকিয়ে রাখতে।

app lock icon

আপনি ফটো হাইড করতে চাইলে photos এ ক্লিক করুন। গান বা ফোন রেকর্ড হাইড করতে চাইলে audios ক্লিক করুন।

file manager

ভিডিও হাইড করতে চাইলে videos এ ক্লিক করুন। আরো অনেক অপশন আছে আপনারা দেখলেই বুঝবেন। আপনি যদি অ্যাপস লক করতে চান তাহলে নিচের স্ক্রীনশট অনুযায়ী কাজ করুন।

app lock option

তারপর আপনার ইচ্ছা মত একটা প্যাটার্ন দিন।

pattern

তারপর confirm এ ক্লিক করুন।

আবার আপনার পছন্দের pattern টি আবার দিন। তারপর continue তে ক্লিক করুন।

confirm pattern

এখন আপনি যে অ্যাপগুলো লক করতে চান ওই app গুলোর পাশে থাকা লক বাটন এ ক্লিক করুন। যেমন ধরুন আমি মেসেঞ্জার লক করব তাই মেসেঞ্জার পাশে থাকা বাটনে ক্লিক করলাম।

select app
১০

দেখুন আমার মেসেঞ্জার লক হয়ে গেছে।

enter pattern to enter

আজ এতটুকুই বন্ধুরা পরবর্তী পোস্টে আবার দেখা হবে। আর এরকম আরো মজার মজার টিপস পেতে আমাদের বিডি টুইটের সাথে থাকুন।

ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *