ইংরেজীতে কথা বলার সহজ উপায় -২

গত পর্বে আমরা আলোচনা করেছি ৩টি লেসন। এই পর্বে আরো ৩ টি লেসন আলোচনা করা হয়েছে। যারা আগের লেসন পড়েননি তারা এটি থেকে পড়ে নিন ইংরেজীতে কথা বলার সহজ উপায় -১


Lesson 4:


কর্তা কোন কাজ করে বুঝালে
প্রথমে কর্তা বসে, তারপরে ক্রিয়া বসে, তার পরে ক্রিয়ার কর্ম, স্থান, সময়, কারণ/উদ্দশ্য বসে।
I eat ——-. আমি —- খাই।
We eat ——-. আমরা —– খাই।
You eat ——-. তুমি —– খাও।
You eat ——. তোমরা —— খাও।
He eats ——-. সে —— খায়।
She eats —–. সে —— খায়।
They eat —–. তাহারা —- খায়।
Karim eats —–. করিম —- খায়।
Karim and Rahim eat —.
করিম ও রহিম —- খায়।
My father eats —-. আমার বাবা —- খায়।
My mother eats —-. আমার মা —- খায়।
Some boys eat —–. কিছু বালক —- খায়।
Nany boys eat ——. অনেক বালক —- খায়।
My/Our/Your/His/Her father eats —.

I eat rice. আমি ভাত খাই।
I drink water. আমি পানি পান করি।
I drive taxi. আমি ট্যাক্সি চালাই।
I live in Noakhali. আমি নোয়াখালী বাস করি।
I sleep at night. আমি রাতে ঘুমাই।
I cook food. আমি খাবার রান্না করি।
I work hard. আমি কঠোর পরিশ্রম করি।
I love my country.
আমি আমার দেশকে ভালোবাসি।
I learn English. আমি ইংরেজি শিখি।
I bathe in the shower.
আমি শাওয়ারে গোসল করি।
I help my friends.
আমি আমার বন্ধুদেরকে সাহায্য করি।
I work in a factory.
আমি কারখানায় কাজ করি।
I want this. আমি ইহা চাই।
I make tea. আমি চা তৈরি করি।
I grow crops. আমি শষ্য উৎপাদন করি।
I play football. আমি ফুটবল খেলি।
The sun rises in the east.
সূর্য পূর্ব দিকে উদিত হয়।
The moon gives us light.
চাঁদ আমাদিগকে আলো দেয়া।
My mother cooks rice.
আমার মা ভাত রান্না করে।
My friend lives in this country.
আমার বন্ধু এই দেশে বাস করে।
My brother drives a car.
আমার ভাই গাড়ী চালায়।

আমি খাই। I eat.
আমি ভাত খাই। I eat rice.
আমি প্রতিদিন ভাত খাই। I eat rice everyday.

আমি খেলি। I play.
আমি ফুটবল খেলি। I play football.
আমি মাঠে ফুটবল খেলি।
I play football in the field.
আমি প্রতিদিন মাঠে ফুটবল খেলি।
I play football in the field everyday.

আমি পড়ি। I read.
আমি বই পড়ি। I read books.
আমি প্রতিদিন বই পড়ি।
I read books everyday.

আমি পান করি। I drink.
আমি পানি পান করি। I drink water.
আমি ঠান্ডা পানি পান করি। I drink cold water.

আমি বাস করি।
আমি নোয়াখালী বাস করি।
আমি আমার বাবা মায়ের সাথে বাস করি।

আমি কাজ করি।
আমি মাঠে কাজ করি।
আমি নিয়মিত মাঠে কাজ করি।

আমি রান্না করি।
আমি ভাত রান্না করি।
আমি প্রতিদিন ভাত রান্না করি।

আমি ধরি।
আমি মাছ ধরি।
আমি নদীতে মাছ ধরি।
আমি প্রতিদিন নদীতে মাছ ধরি।
আমি জাল দিয়ে মাছ ধরি।

আমি ঘুমাই।
আমি রাতে ঘুমাই।
আমি প্রতিদিন রাতে ঘুমাই।

আমি বিক্রি করি।
আমি সবজি বিক্রি করি।
আমি বাজারে সবজি বিক্রি করি।
আমি প্রতিদিন বাজারে সবজি বিক্রি করি।

আমি চালাই।
আমি গাড়ি চালাই।
আমি হাইওয়েতে গাড়ি চালাই।
আমি সতর্কভাবে গাড়ি চালাই।
আমি ধীরে ধীরে গাড়ি চালাই।


Lesson 5:


কর্তা কোন কাজ করে না বুঝালে
প্রথমে কর্তা বসে, তার পরে don’t/doesn’t বসে, তারপরে ক্রিয়া বসে, তার পরে ক্রিয়ার কর্ম, স্থান, সময়, কারণ/উদ্দশ্য বসে।
I don’t eat ——-. আমি —- খাই না।
We don’t eat ——-. আমরা —– খাই না।
You don’t eat ——-. তুমি —– খাও না।
You don’t eat ——. তোমরা —— খাও না।
He doesn’t eat ——-. সে —— খায় না।
She doesn’t eat —–. সে —— খায় না।
They don’t eat —–. তাহারা —- খায় না।
Karim doesn’t eat —–. করিম —- খায় না।
Karim and Rahim don’t eat —.
করিম ও রহিম —- খায় না।
My father doesn’t eat —-. আমার বাবা —- খায় না।
My mother doesn’t eat —-. আমার মা —- খায় না।
Some boys don’t eat —–. কিছু বালক —- খায় না।
Many boys don’t eat ——.
অনেক বালক —- খায় না।
My/Our/Your/His/Her father doesn’t eat —.

I don’t eat rice. আমি ভাত খাই না।
I don’t drink water. আমি পানি পান করি না।
I don’t drive taxi. আমি ট্যাক্সি চালাই না।
I don’t live in Noakhali.
আমি নোয়াখালী বাস করি না।
I don’t sleep at night. আমি রাতে ঘুমাই না।
I don’t cook food. আমি খাবার খাই না।
I don’t tell a lie. আমি মিথ্যা কথা বলি না।
I don’t walk in the field.
I don’t know it.
I don’t help you.
I don’t smoke.
I don’t enjoy.
I don’t like.
I don’t drive a taxi.
I don’t swim in the pond.


Lesson 6:


কর্তা কোন কাজ করতে পারে/পারবে/পারছে বুঝালে
প্রথমে কর্তা বসে, তারপরে can বসে, তারপরে ক্রিয়া বসে, তার পরে ক্রিয়ার কর্ম, স্থান, সময়, কারণ/উদ্দশ্য বসে।
I can cook. আমি রান্না করতে পারি।
We can cook. আমরা রান্না করতে পারি।
You can cook. তুমি রান্না করতে পার।
You can cook. তোমরা রান্না করতে পার।
He can cook. সে রান্না করতে পারে।
She can cook. সে রান্না করতে পারে।
They can cook. তাহারা রান্না করতে পারে।
Karim can cook. করিম রান্না করতে পারে।
Karim and Rahim can cook.
করিম ও রহিম রান্না করতে পারে।
My father can cook.
আমার বাবা রান্না করতে পারে।
My mother can cook. আমার মা রান্না করতে পারে।
Some boys can cook.
কিছু বালক রান্না করতে পারে।
Many boys can cook.
অনেক বালক রান্না করতে পারে।
My/Our/Your/His/Her father can cook.

I can eat rice. আমি ভাত খেতে পারি।
I can drink water. আমি পানি পান করতে পারি।
I can drive taxi. আমি ট্যাক্সি চালাতে পারি।
I can live in Noakhali.
আমি নোয়াখালী বাস করতে পারি।
I can sleep at night. আমি রাতে ঘুমাতে পারি।
I can cook food. আমি খাবার রান্না করতে পারি।
I can work hard. আমি কঠোর পরিশ্রম করতে পারি।
I can learn English. আমি ইংরেজি শিখতে পারি।
I can bathe in the shower.
আমি শাওয়ারে গোসল করতে পারি।
I can help my friends.
আমি আমার বন্ধুদেরকে সাহায্য করতে পারি।
I can work in a factory.
আমি কারখানায় কাজ করতে পারি।
I can make tea. আমি চা তৈরি করতে পারি।
I can grow crops. আমি শষ্য উৎপাদন করতে পারি।
I can play football. আমি ফুটবল খেলতে পারি।
My mother can cook rice.
আমার মা ভাত রান্না করতে পারে।
My friend can live in this country.
আমার বন্ধু এই দেশে বাস করতে পারবে।
My brother can drive a car.
আমার ভাই গাড়ী চালাতে পারবে।

আমি খেতে পারি – I can eat.
আমি ভাত খেতে পারি – I can eat rice.
আমি প্রতিদিন ভাত খেতে পারি –
I can eat rice everyday.

আমি খেলতে পারি – I can play.
আমি ফুটবল খেলতে পারি – I can play football.
আমি মাঠে ফুটবল খেলতে পারি-
I can play football in the field.
আমি প্রতিদিন মাঠে ফুটবল খেলতে পারি-
I can play football in the field everyday.

আমি পড়তে পারি- I can read.
আমি বই পড়তে পারি – I can read books.
আমি প্রতিদিন বই পড়তে পারি-
I can read books everyday.

আমি পান করতে পারি- I can drink.
আমি পানি পান করতে পারি – I can drink water.
আমি ঠান্ডা পানি পান করতে পারি – I can drink cold water.

আমি বাস করি।
আমি নোয়াখালী বাস করি।
আমি আমার বাবা মায়ের সাথে বাস করি।

আমি কাজ করি।
আমি মাঠে কাজ করি।
আমি নিয়মিত মাঠে কাজ করি।

আমি রান্না করি।
আমি ভাত রান্না করি।
আমি প্রতিদিন ভাত রান্না করি।

আমি ধরি।
আমি মাছ ধরি।
আমি নদীতে মাছ ধরি।
আমি প্রতিদিন নদীতে মাছ ধরি।
আমি জাল দিয়ে মাছ ধরি।

আমি ঘুমাই।
আমি রাতে ঘুমাই।
আমি প্রতিদিন রাতে ঘুমাই।

আমি বিক্রি করি।
আমি সবজি বিক্রি করি।
আমি বাজারে সবজি বিক্রি করি।
আমি প্রতিদিন বাজারে সবজি বিক্রি করি।

আমি চালাই।
আমি গাড়ি চালাই।
আমি হাইওয়েতে গাড়ি চালাই।
আমি সতর্কভাবে গাড়ি চালাই।
আমি ধীরে ধীরে গাড়ি চালাই।

লেখস্বত্বঃ
Saleh Uddin

Lecturer, English


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *