ইংরেজীতে কথা বলার সহজ উপায় -৩

প্রতি পর্বের মতে এখানোও তিনটি Lesson আলোচনা করা হয়েছে। আসাকরি যারা ধারাবাহিকভাবে পড়ছেন তারা উপকৃত হবেন। আগের পোষ্টটি পড়ে নিন ইংরেজীতে কথা বলার সহজ উপায় -২

Lesson: 7

বর্তমান ক্রিয়া – অতীত ক্রিয়া
come আসা – came আসল
go যাওয়া – went গেল
buy ক্রয় করা – bought ক্রয় করল
see দেখা – saw দেখল
eat খাওয়া – ate খেল
cook রান্না করা – cooked রান্না করল
tell বলা – told বলল
drive চালানো – drove চালালো
pay পরিশোধ করা – paid পরিশোধ করল
give দেয়া – gave দিল
take নেয়া – took নিল
sell বিক্রি করা – sold বিক্রি করল
help সাহায্য করা – helped সাহায্য করল
catch ধরা – caught ধরল
drink পান করা – drank পান করল
close বন্ধ করা – closed বন্ধ করল
play খেলা করা – played খেলা করল
watch দেখা – watched দেখল
occur ঘটা – occurred ঘটল
work কাজ করা – worked কাজ করল
walk হাঁটা – walk হাঁটল
think চিন্তা করা – thought চিন্তা করল
arrest গ্রেফতার করা – arrested গ্রেফতার করল
make তৈরি করা – maked তৈরি করল
rain বৃষ্টি হওয়া – rained বৃষ্টি হল
live বাস করা – lived বাস করল
keep রাখা – kept রাখল
get পাওয়া – got পেলাম
change পরিবর্তন করা – changed পরিবর্তন করলাম
travel ভ্রমন করা – travelled ভ্রমন করলাম
supply সরবরাহ করা – supplied সরবরাহ করল


Lesson 8 :

সাহায্যকারী ক্রিয়া দ্বারা গঠিত বাক্য সমূহঃ
* I cook rice. আমি ভাত রান্না করি।
* I cooked rice. আমি ভাত রান্না করলাম।
1. I don’t cook rice. আমি ভাত রান্না করি না।
2. I didn’t cook rice. আমি ভাত রান্না করি নি।
3. I will cook rice. আমি ভাত রান্না করবো।
4. I won’t cook rice. আমি ভাত রান্না করবো না।
5. I can cook rice. আমি ভাত রান্না করতে পারি।
6. I can’t cook rice. আমি ভাত রান্না করতে পারি না।
7. I could cook rice.
আমি ভাত রান্না করতে পারলাম।
8. I couldn’t cook rice.
আমি ভাত রান্না করতে পারলাম না।
9. I may cook rice. আমি ভাত রান্না করতে পারি।
10. I mayn’t cook rice.
আমি ভাত রান্না করতে নাও পারি।
11. I should cook rice.
আমার ভাত রান্না করা উচিত।
12. I shouldn’t cook rice.
আমার ভাত রান্না করা উচিত নয়।
13. I would cook rice. আমি ভাত রান্না করতাম।
14. I wouldn’t cook rice.
আমি ভাত রান্না করতাম না।
15. I must cook rice.
আমি অবশ্যই ভাত রান্না করবো।
16. I mustn’t cook rice.
আমি অবশ্যই ভাত রান্না করবো।
17. I need cook rice.
আমার ভাত রান্না করা দরকার।
18. I needtn’t cook rice.
আমার ভাত রান্না করা দরকার নেই।
19. I am cooking rice. আমি ভাত রান্না করছি।
20. I am not cooking rice.
আমি ভাত রান্না করছি না।
21. I have cooked rice. আমি ভাত রান্না করেছি।
22. I haven’t cooked rice.
আমি ভাত রান্না করি নাই।
23. I have to cook rice.
আমাকে ভাত রান্না করতে হবে।
24. I had better cook rice. আমার ভাত করা উচিত।


Leson 9:

Preposition যোগ করে কিভাবে বাক্য লিখতে হয়:
1. I go to market. আমি বাজারে যাই।
* to buy a book.
* for selling fishes.
* after finishing my work.
* with my father
* by bus
* on foot
★ I learn English. আমি ইংরেজি শিখি।
* to get higher education
* to talk with foreigners
* to get a good job
★ I go to field. আমি মাঠে যাই।
* to play football
* to enjoy the game
* to work
★ I eat food. আমি খাবার খাই।
* to get energy
* to live
★ I work hard. আমি কঠোর পরিশ্রম করি।
* to shine in life
* to prosper in life

★★★
1. After eating rice
After closing the door
After opening the door.
After finishing the work

2. Before eating rice
Before going to college
Before drinking water
Before writing a letter

3. For learning Englis
For playing football
For catching fish
For driving a car

4. At the time of eating food
At the time of speaking
At the time of playing football

5. Because of working hard
Because of telling a lie
Because of learning English

লেখস্বত্বঃ
Saleh Uddin

Lecturer, English

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *