Google Adsense Ad Photo

অ্যাডসেন্সের কিছু তথ্য

অ্যাডসেন্সের এপ্রুভ হওয়ার পর নতুনরা পড়েন নানা সমস্যা। এর মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হলো অ্যাডসেন্স এর কিছু সংক্ষিপ্ত টার্ম। যেগুলো কোনটির কি কাজ তা জানে না অনেকেই। তাই এখন আমরা জানবো অ্যাডসেন্স এর কিছু তথ্য। যেগুলো সম্পর্কে জানা থাকলে অনেক সুবিধা হয়। তবে আমার লিখাটি ওয়েবসাইট Adsense সম্পর্কিত হলেও অ্যাপ ও ইউটিউবে এ সকল ধারণা প্রায় একই।

পেজ ভিউ কি – What is Page View

পেজ ভিউ( page view ) বলতে আপনি যে পৃষ্ঠা তে আপনার বিজ্ঞাপন দেখান সেই পৃষ্ঠাটি ভিজিটর কতবার দেখেছেন। ভিজিটর প্রতিবার দেখার জন্য ১ পেজ ভিউ করে বৃদ্ধি পেতে থাকে। google adsense page view ki

যেমন- আপনি আপনার হোমপেজ এবং ব্লগ ডিটেইলস উভয় পেজেই বিজ্ঞাপন দেখান। এখন আমি যদি প্রথমে আপনার হোমপেজ এ যায় এবং সেখান থেকে একটি আর্টিকেল পড়ার জন্যে ডিটেইলস পেজে এ যায় তাহলে আপনার পেজ ভিউ হবে ২ । এভাবে আমি যতবার আপনার সাইটের বিজ্ঞাপন থাকা বিভিন্ন পৃষ্ঠা দেখবো তত পেজ ভিউ এর সংখ্যা বাড়বে।

পেজ আরপিএম কি – What is Page RPM

RPM = Revenue Per thousand iMpressions মানে আপনার পেজ ভিউ অনুযায়ী যে আয় হয় তাকে পেজ ভিউ দ্বারা ভাগ করে যা পাওয়া যায় তাকে ১০০০ দিয়ে গুণ করলে আরপিএম পাওয়া যায়। উদাহরণস্বরূপ, যদি আপনি 25 পেজ ভিউ থেকে আনুমানিক $ 0.15 অর্জন করেন তবে আপনার পেজ RPM সমান হবে ($ 0.15 / 25) * 1000, বা $ 6.00। google adsense page rpm ki

যদি আপনার estimated আরর্নিং $180 হয় 45,000 ইম্প্রশনে , তাহলে RPM হবে ($180 / 45,000) * 1000, বা $4.00. সহজ কথায়, আপনার পেজ RPM যদি $1.33 থাকে তার মানে গুগল আপনাকে ক্লিক ছাড়াই প্রতি ১০০০ পেজ ভিউতে $1.33 দিবে।

ইম্প্রশন কি – What is Impression

ইম্প্রশন হলো একটি পেজে এড ভিউ হয়েছে কিনা। মানে পেজ ভিউ করার সময় যদি ১ টি এড লোড হয় তবে ইম্প্রশন হবে ১ । একটি পেজে যতগুলো বিজ্ঞাপন দেখায় ততগুলো একটি ইম্প্রশন। google adsense impression ki

যেমন- আপনি যদি একটি পেজে ৩ টি বিজ্ঞাপন কোড রাখেন এবং ভিজিটির পেজ ভিউ করার সময় যদি ৩ টি বিজ্ঞাপনই লোড হয় তবে আপনার Impressions হবে ৩ । আর যদি ১ টি বিজ্ঞাপনই লোড হয় তবে আপনার Impression হবে ১ ।

ক্লিক কি – What is Click

ক্লিক হলো ভিজিটর আপনার সাইটের কোন বিজ্ঞাপনে ক্লিক করেছে কিনা। তার মানে ভিজিটর আপনার একটি এড এ ক্লিক করলে আপনার ক্লিক সংখ্যা এক বাড়বে। google adsense click ki

যেমন- কেউ আপনার দুইটি বিজ্ঞাপনে click করেছে তাহলে আপনার click সংখ্যা হবে ২ ।

সিপিসি কি – What is CPC

CPC = Cost Per Click সিপিসি হচ্ছে প্রতি ক্লিকের জন্যে বিজ্ঞাপনদাতা কত খরচ দিবে। এক্ষেত্র কেউ কম দেয় কেউ বেশি দেয়। তাই এটি বিজ্ঞাপন দ্বারা নির্ধারিত হয়। তবে প্রতি ক্লিকে যত ডলার দিবে আপনি তত ডলার পাবেন। google adsense cpc ki

যেমন- CPC যদি $1.66 হয় তাহলে আপনি প্রতি ক্লিকের জন্য $1.66 করে পাবেন।

পেজ সিটিআর কি – What is page CTR

CTR = Page clickThrough Rate পেজ ভিউ এর সংখ্যাকে বিজ্ঞাপন ক্লিক করার সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাই CTR. google adsense page ctr ki


যেমন- যদি আপনি 250 পেজ ভিউতে ২ টি ক্লিক পান তবে আপনার পেজ CTR হবে .8%। (2/250 = .8%)

উপরোক্ত টার্মগুলো ছাড়াও Google Adsense এর আরো অনেক প্রয়োজনী টার্ম আছে। আজ এ পর্যন্ত। ধন্যবাদ বিডি টুইটের সাথে থাকার জন্যে।

5 thoughts on “অ্যাডসেন্সের কিছু তথ্য”

  1. ads impression এর জন্য adsense কখন pay করবে,আমার RPM $2, মাস শেষে তো শুধু click এর pay করে,

    1. impression এর জন্যে খুব সামান্য পরিমাণ ডলার pay করা হয়। যার কারণে অনেক সময় বুঝা যায় না। ধন্যবাদ।

      1. ভাইয়া পেজ আরপিএমএর টাকা দিনে দেয় নাকি মাসে দেয়? প্লিজ বলবেন ভাইয়া আমি নতুন।

        1. সম্ভবত গুগুল ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে ইহা ডেইলি দেয়। ক্লিকের ডলারের সাথে সাথেও এর টাকা যোগ হতে পারে তাই বুঝা যায় না।

  2. Hooligan Media দিয়ে মনিটাইজেশন অনেক সহজ। পেমেন্ট ও ভালো। এটা দিয়া website, blog, youtube channel সবই মনিটাইজ করা যায়। রেগুলার পেমেন্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *