আমরা আপনার গোপনীয়তা অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছি। বিডি টুইট ডট কম (https://bdtweet.com) সাইটের সমস্ত গোপনীয়তার নীতিমালা সম্পূর্ণরূপে বিডি টুইট ডট কম দ্বারা নিয়ন্ত্রিত। এছাড়াও, এই গোপনীয়তার নীতি এর শর্তাবলী আমাদের ব্যবহারের শর্তাবলীর অন্তর্ভুক্ত।
যে তথ্য আমরা সংগ্রহ করি
১. আপনি কোন স্থান থেকে আমাদের সাইট ভিজিট করছেন। আমরা সে লোকেশনের নাম সংগ্রহ করি।
২. আপনি কিভাবে আমাদের সাইটে এসেছেন। অর্থাৎ সরাসরি নাকি কোন সার্চ ইঞ্চিন অথবা কোন সোশ্যাল মিডিয়া থেকে এসেছেন সে তথ্য সংরক্ষণ করি।
৩. আপনি কি আমাদের নতুন ভিজিটর নাকি পুরাতন ভিজিটর সে তথ্য রাখি।
৪. ব্যবহারকারী কোন ডিভাস থেকে ব্যবহার করছেন মোবাইল, ট্যাব, কম্পিউটার এবং অপারেটিং সিস্টেম, ব্রাউজার, স্ক্রীন সাইজ ইত্যাদি তথ্য সংরক্ষণ করি।
৫. ভিজিটর কোন সময় সাইটে প্রবেশ করে, কত সময় অবস্থান করেন তা জানতে পারি।
৬. আপনি কি ধরণের কি-ওয়ার্ড লিখে সার্চ করে এসেছেন এবং কোন কোন পোস্ট বা পৃষ্ঠা পড়েছেন সে তথ্য সংরক্ষণ করে থাকি।
বিডি টুইট তার লেখক ও পাঠকদের সকল তথ্য ডাটাবেজ এ সংরক্ষণ করে। কারো ব্যাক্তিগত তথ্য অন্য কোনো পক্ষকে দেওয়া হয় না এবং এক্ষেেত্রে সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করে।
পরিবর্তনসমূহ
আমরা আমাদের তথ্য পদ্ধতি উন্নত করার লক্ষ্যে যেকোনো সময় গোপনীয়তার নীতি আপডেট করতে পারি। যেকোনো ধরণের পরিবর্তনের ক্ষেত্রে বিডি টুইট ডট কম এ একটি নোটিশ প্রকাশিত হবে। এছাড়াও আপনার কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।