কম্পিউটার মেমোরি

কম্পিউটারের মেমোরি কত প্রকার

কম্পিউটারের যে স্মৃতি বা মেমোরি আছে তা আমরা সবাই জানি। কারণ যখন Computer এ কোন কিছু save করি তখন তা কম্পিউটারের Memory তে সংরক্ষিত থাকে। তবে কম্পিউটারে বিভিন্ন ধরণের স্মৃতি রয়েছে। তাই আজ আমরা জানবো কম্পিউটারের স্মৃতির প্রকারভেদ। computer memory koto prokar

কম্পিউটারের স্মৃতি কত প্রকার

কম্পিউটারে সাধারণত দুই ধরণের স্মৃতি বা মেমোরি থাকে-

১. প্রধান স্মৃতি বা প্রাথমিক স্মৃতি

প্রধান স্মৃতি দু প্রকার একটি হলো র‍্যাম অন্যটি রম

র‍্যাম/রম বিভিন্ন রকমের হয়। যেমন-

ক. অর্ধ পরিবাহী স্মৃতি

খ. চৌম্বক কোর স্মৃতি

গ. চার্জ কাপল স্মৃতি

ঘ. পাতলা পর্দা স্মৃতি

২. সহায়ক স্মৃতি

ক. হার্ডডিস্ক

খ. ফ্লপি ডিস্ক

গ. সিডি/ডিভিডি

ঘ. পেন ড্রাইভ

ঙ. এস এস ডি

চ. চৌম্বক ফিতা

ছ. চৌম্বক ড্রাম ইত্যাদি।

র‍্যাম কি (What is RAM)

RAM এর পূর্ণরূপ হচ্ছে Random Access Memory. কম্পিউটারের মাইক্রোপ্রসেসর র‍্যামের জানা অবস্থান/ঠিকানা (Location/Address) থেকে তথ্য নেয় বা তথ্য প্রক্রিয়াজাত করে। কম্পিউটার চালু অবস্থায় যে তথ্য নিয়ে কাজ করা হয় এবং যে Application program এর সাহায্য কাজ করা হয়, সে তথ্য এবং প্রোগ্রামের অংশ উভয় র‍্যামে অবস্থান করে। Computer ram ki
র‍্যাম এর ধারণ ক্ষমতা যত বেশি হবে কম্পিউটার ততবেশি পরিমাণে প্রোগ্রাম নিয়ে সহজেই কাজ করতে পারবে। 256MB, 512MB, 1GB, 2GB, 4GB এ রকম বা আরো বেশি ধারণ ক্ষমতার RAM রয়েছে। তবে সবচেয়ে সুবিধার ব্যাপার হচ্ছে র‍্যাম বাড়ানোর জন্য কম্পিউটারে কয়েকটা স্লট থাকে।

র‍্যামের কার্য ক্ষমতা অনুযায়ী এর দাম নির্ণয় করা হয়। বিভিন্ন প্রকার র‍্যামের দামের তালিকা দেখতে ঘুরে আসুন https://www.bdstall.com/computer-ram/

রম কি ( What is ROM )

ROM এর পূর্ণরূপ হচ্ছে Read Only Memory. কম্পিউটারের হার্ডওয়্যারগুলো সচল রাখার জন্য রম এর মধ্যে কিছু নির্দেশমালা সংরক্ষিত থাকে। এই নির্দেশমালা কম্পিউটারের স্থায়ী স্মৃতি হিসাবে পরিচিত। ব্যবহারকারী কোন তথ্য লিখতে বা মুছে ফেলতে পারবে না। তবে EPROM বা Eraseable Programmable Read Only Memory রয়েছে সেখান থেকে প্রয়োজনে তথ্য বিশেষ ব্যবস্থায় মুছে ফেলা যায়। Computer rom ki

হার্ডডিস্ক কি ( What is Hard Disk )

Computer hard disk ki হার্ডডিস্ক হচ্ছে অসংখ্য ফ্লপি ডিস্কের সমন্বয়ে একটি বড় আকারের ডিস্ক। হার্ডডিস্ক কম্পিউটারের কেসিংয়ের ভিতরে থাকে যার কারণে একে অভ্যন্তরীণ বা ইন্টারনাল হার্ডডিস্ক( Internal Hard Disk ) বলা হয়। আর যেসব হার্ডডিস্ক বহনযোগ্য সেগুলোকে এক্সটারনাল হার্ডডিস্ক( External Hard Disk ) বলা হয়। বর্তমানে গিগাবাইট(GB) থেকে শুরু করে টেরাবাইট(TB) ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ডডিস্ক ব্যবহার করা হচ্ছে। ইহাকে HHD বা Hard Disk Drive বলা হয়।

পেন ড্রাইভ কি ( What is Pen Drive )

পেন ড্রাইভ হার্ড ডিস্ক এর মত হলেও এর ধারণ ক্ষমতা হার্ডডিস্কের মত এত বেশি নয়। তবে আকার একাবারে ছোট ও বহনযোগ্যতার জন্যে এটি খুবই জনপ্রিয়। সাধারণত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আনা-নেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। Computer pen drive ki

এসএসডি কি ( What is SSD )

SSD এর পূর্ণরূপ হচ্ছে Solid State Drive. এসএসডি এর মধ্যে মাইক্রোচিপের মধ্যে ডাটা সংরক্ষিত থাকে। এটি হার্ডডিস্ক থেকে অনেক চিকন ও পাতলা। তবে এর ডাটা আদান-প্রদানের স্পীড অনেক বেশি। সাধারণত ম্যাক কম্পিউটারে এটি ব্যবহার করা হয়। তবে অন্য পিসিতেও SSD সংযোজন করা যায়। এর ফলে কম্পিউটারের স্পীড অনেক গুণ বৃদ্ধি পায়। Computer ssd ki

SSD এর দাম ইহার ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। বিভিন্ন প্রকার SSD এর দামের তালিকা দেখতে ঘুরে আসুন https://www.bdstall.com/ssd/

কত গিগাবাইটে ১ টেরাবাইট

কম্পিউটারের কাজ করে বাইনারি পদ্ধতিতে। বাইনারি ডিজিট থেকে বিট এর উৎপত্তি। ০ এবং ১ প্রত্যেকটি একেকটি বিট।

  • 8 Bit = 1 Byte
  • 1024 Byte = 1 Kilobyte ( KB )
  • 1024 KB = 1 Magabyte ( MB )
  • 1024 MB = 1 Gigabyte ( GB )
  • 1024 GB = 1 Terabyte ( TB )
  • 1024 TB = 1 Petabyte (PB )
  • 1024 PB = 1 Exabyte ( EB )
  • 1024 EB = 1 Zettabyte ( ZB )
  • 1024 ZB = 1 Yottabyte ( YB )
  • 1024 YB = 1 Brontobyte ( BB )
  • 1024 BB = 1 Geopbyte

বর্তমানে কম্পিউটারের স্মৃতিগুলোর আকার অনেক ছোট হয়ে আসছে। এছাড়া এগুলোর ধারণ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তথ্য প্রযুক্তিতে যুগান্তকারী পরিবর্তন সাধিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version