সাদা কালো ছবিকে রঙিন করার উপায়

যে কোন সাদা কালো ছবিকে রঙিন করুন Photoshop ছাড়াই!

হ্যালো বন্ধুরা কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন টিপস নিয়ে হাজির হলাম। এখন থেকে আপনারা যে কোন সাদা কালো ছবিকে রাঙিয়ে তুলতে পারবেন তাও আবার ফটোশপ ছাড়া।

আমাদের অনেক সময় সাদা কালো ছবিকে রঙিন করতে হয় তার জন্য আমাদের photoshop জানা প্রয়োজন কিন্তু photoshop না জানলে অনেক কষ্টসাধ্য। আজ আমি দেখাব ফটোশপ ব্যবহার না করেই যে কোন ছবিকে কিভাবে রঙ্গিন করা যায়। তার জন্য আপনাদের একটি ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।

সাইটটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করুন এখন নিচের screenshot এর মত একটি ইন্টারফেস আসবে। এখন upload এ ক্লিক করুন। আপনারা চাইলে ছবি url পেস্ট করেও ছবি রঙিন করতে পারেন। তার জন্য url box এ image url টি পেস্ট করে colorize image এ ক্লিক করবেন।

Upload এ ক্লিক করার পর আপনি যে সাদাকালো ছবিটি রঙিন করতে চান তা সিলেক্ট করুন।

এখন ছবিটি আপলোড ও  রঙিন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর নিচের স্ক্রীনশটএর মত download colorized image এ ক্লিক করুন।

ডাউনলোড কমপ্লিট হওয়ার পর ছবিটি ওপেন করুন। দেখুন ছবিটি সম্পূর্ণ রঙিন হয়ে গিয়েছে।

তো বন্ধুরা আপনারা এভাবেই খুব সহজেই ফটোসপ না জেনেই যেকোনো সাদা কালো ছবিকে রঙিন করতে পারবেন। তাও আবার কোন কষ্ট না করে কয়েক সেকেন্ডের মধ্যেই।আজকের মত বিদায় নিলাম। আর এরকম আরো মজার মজার tricks পেতে আমাদের BD Tweet সাথেই থাকুন। 

ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *