বাংলাদেশে রেলওয়ে ট্রেনের ছবি

নোয়াখালী ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২

 ্আজ আমরা জানবো নোয়াখালী ট্রেনের সময়সূচি ও ভাড়া  এবং নোয়াখালী থেকে ট্রেন যেসব স্থানে যায়-  নোয়াখালী টু লাকসাম, কুমিল্লা, ঢাকা ইত্যাদি। নোয়াখালীর উল্লেখযোগ্য হলো ট্রেন হলো উপকূল এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস, সমতট এক্সপ্রেস, নোয়াখালী কমিউটার ইত্যাদি।

Here we describe Noakhali to Dhaka train schedule, Noakhali to dhaka intercity train time table, Noakhali to dhaka mail or express train time table, Noakhali to Dhaka UPAKUL EXPRESS Train Ticket price, Which station UPAKUL EXPRESS stoped, Noakhali Express train schedule and How buy trian ticket in online.

নোয়াখালী থেকে ঢাকা ট্রেনের সময়সূচি

নোয়াখালী থেকে ঢাকা ট্রেনের সময়সূচি নিচে দেওয়া হলো- নোয়াখালী থেকে ঢাকা উপকূল এক্সপ্রেস ও নোয়াখালী এক্সপ্রেস ট্রেন চালু আছে। এর মধ্যে উপকূল এক্সপ্রেস হলো আন্তনগর ট্রেন। যার কারণে এতে বেশীরভাগ লোক চলাচল করে।

উপকূল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

নোয়াখালী থেকে ঢাকা আন্ত:নগর ট্রেন সার্ভিস হলো উপকূল এক্সপ্রেস।উপকূল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী হলো উপকূল এক্সপ্রেস নোয়াখালী থেকে সকাল ৬ টা বাজে ছাড়ে এবং সকাল ১১:৫০ মিনিটে ঢাকা পৌঁছতে পারে। উপকূল এক্সপ্রেস বুধবার বন্ধ থাকে।

উপকূল এক্সপ্রেস ট্রেনের ভাড়া

সিট ক্লাস অনুযায়ী নোয়াখালী থেকে ঢাকা উপকূল এক্সপ্রেস ট্রেনের টিকেট ভাড়া নির্ধারণ করা হয়েছে।উপকূল এক্সপ্রেস ট্রেনের ভাড়া নিচে দেওয়া হলো:

  • এসি সিটের ভাড়া ৬২৭ টাকা
  • ফাস্ট ক্লাস সিটের ভাড়া ৩৬৫ টাকা
  • শোভনের ভাড়া ২৩০ টাকা
  • শোভন চেয়ার সিটের ভাড়া ২৭৫ টাকা

Noakhali to Dhaka UPAKUL EXPRESS Train Ticket price. According to seat class  have different rate of the ticket price. Child ticket age 5 years to under 12 years.

1.Class: AC_S
Fare (Adult): BDT 627.00
Fare (Child): BDT 414.00

2.Class: F_SEAT
Fare (Adult): BDT 365.00
Fare (Child): BDT 245.00

3.Class: SHOVAN
Fare (Adult): BDT 230.00
Fare (Child): BDT 155.00

4.Class: S_CHAIR
Fare (Adult): BDT 275.00
Fare (Child): BDT 185.00

উপকূল এক্সপ্রেস যেসব স্টেশনে থামে

উপকূল এক্সপ্রেস নোয়াখালী স্টেশন থেকে ছেড়ে মাইজদী কোর্ট, চৌমুহনী, সোনাইমুড়ী, নাথের পেটুয়া, বজরা, লাকসাম, কুমিল্লা, কসবা, আখাউড়া, ব্রাহ্মণ বাড়িয়া, আশুগঞ্জ, নরসিংদী, বিমান বন্দর ইত্যাদি স্টেশনে থামে। ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছে।

NOAKHALI 06:00 AM —> MAIJDI_COURT 06:07 AM —-> CHOUMUHANI 06:23 AM —-> SONAIMURI 06:46 AM —-> NATHAR_PATUA 07:00 AM —-> BOJRA 06:35 AM —-> LAKSAM 07:30 AM —-> COMILLA 07:58 AM —-> QOSBA 08:36 AM —-> AKHAURA 09:03 AM —-> BRAHMAN_BARIA 09:32 AM —-> ASHUGANJ 09:51 AM —-> NARSINGDI 10:32 AM —-> BIMAN_BANDAR 11:15 AM —-> DHAKA 11:50 AM

নোয়াখালী এক্সপ্রেস ট্রেন

নোয়াখালী থেকে ঢাকা মেইল বা লোকাল ট্রেন সার্ভিস হলো নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী থেকে রাত ৮:৪৫ মিনিটে ছাড়ে এবং ভোর ০৪:২৫ মিনিটে ঢাকা পৌঁছতে পারে। 

নোয়াখালী থেকে লাকসাম ট্রেনের সময়সূচি

সমতট এক্সপ্রেস

নোয়াখালী থেকে লাকসাম মেইল বা লোকাল ট্রেন সার্ভিস হলো সমতট এক্সপ্রেস। সমতট এক্সপ্রেস নোয়াখালী থেকে সকাল ৭ টায় ছাড়ে এবং সকাল ০৮:৫০ মিনিটে লাকসাম পৌঁছতে পারে। 

নোয়াখালী কমিউটার

নোয়াখালী থেকে লাকসাম মেইল বা লোকাল ট্রেন সার্ভিস হলো নোয়াখালী কমিউটার। নোয়াখালী কমিউটার নোয়াখালী থেকে বিকাল ৫ টা ১৫ মিনিটে ছাড়ে এবং সন্ধ্যা ০৭:১০ মিনিটে লাকসাম পৌঁছতে পারে। নোয়াখালী কমিউটার শুক্রবার বন্ধ থাকে।

নোয়াখালী থেকে কুমিল্লা ট্রেনের সময়সূচি

নোয়াখালী কমিউটার

নোয়াখালী থেকে কুমিল্লা মেইল বা লোকাল ট্রেন সার্ভিস হলো নোয়াখালী কমিউটার। নোয়াখালী কমিউটার নোয়াখালী থেকে সকাল ০৯:৪৫ মিনিট ছাড়ে এবং সন্ধ্যা দুপুর ১১:৩০ মিনিট কুমিল্লা পৌঁছতে পারে। নোয়াখালী কমিউটার শুক্রবার বন্ধ থাকে। এছাড়া উপকূল এক্সপ্রেস দিয়েও কুমিল্লা যাওয়া যায়।

Intercity Trains From Noakhali :
Train No Name Off Day From Departure To Arrival
711 Upakul Express Wednesday Noakhali 06:00 Dhaka 11:50
 
 
 
Mail/Express Trains From Noakhali :
Train No Name Off Day From Departure To Arrival
11 Noakhali Express No Noakhali 20:45 Dhaka 04:25
45 Somotut Express No Noakhali 07:00 Laksam 08:50
85 Noakhali Commuter Friday Noakhali 09:45 Cumilla 11:30
87 Noakhali Commuter Friday Noakhali 17:15 Laksam 19:10
ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২

কিভাবে ট্রেনের টিকেট ক্রয় করবো

  • কিভাবে অনলাইনে( E- Ticket ) টিকেট ক্রয় করবেন তার পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন । সরাসরি অনলাইনে( E- Ticket ) টিকেট কিনতে এখানে ক্লিক করুন
  • কিভাবে এসএমএস(SMS) এর মাধ্যমে টিকেট ক্রয় করতে হবে তার পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন
  • এছাড়া আপনি নির্দিষ্ট স্টেশন থেকে টিকেট ক্রয় করতে পারবেন।

তবে যে পদ্ধতিতেই টিকেট ক্রয় করেন না কেন চেষ্টা করবেন আপনার ভ্রমণের তারিখের ১ সপ্তাহ বা ১০ দিন পূর্বে টিকেট ক্রয় করে রাখতে। কেননা অনেক সময় আগেই সব টিকেট বিক্রি হয়ে যায়।

তথ্যসূত্রঃ http://www.railway.gov.bd/

রেলওয়ের ফেসবুক পেজ

রেলওয়ের অ্যাপস Rail Sheba

গুরুত্বপূর্ণ স্টেশনের ফোন নাম্বার

জরুরি Contact Number

সরকারী তথ্য সেবা গ্রহণ করুন, ঝামেলামুক্ত থাকেন

4 thoughts on “নোয়াখালী ট্রেনের সময়সূচি ও ভাড়া ২০২২”

  1. ঢাকা থেকে নোয়াখালী তে ট্রেন ছাড়ার সময় বলবেন প্লিস

  2. ঢাকা থেকে বুধবার ডিস্মিবর ২ তারিখের বিকালের ট্রেনের সময় যদি একটু বলেন

    1. ঢাকা কমলাপুর থেকে বিকাল ৩ টা ২০ মিনিটে নোয়াখালীর উদ্দেশ্যে উপকূল এক্সপ্রেস ছাড়ে

Leave a Reply to Rubel hossain Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *