২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফেব্রুয়ারি মাসে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ শে ফেব্রুয়ারি সম্পর্কে রচনা প্রতিযোগীতা এবং সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগীতা হয়। এছাড়াও বিভিন্ন ভর্তি ও নিয়োগ পরীক্ষায় ভাষা আন্দোলন সম্পর্কে প্রশ্ন আসে। তাই আজ লিখবো ভাষা আন্দোলন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর-
১. পূর্ব বাংলায় কিসের ভিত্তিতে ভাষা আন্দোলন হয়েছে?
উত্তরঃ বাঙ্গালী জাতীয়তাবাদ।
২. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
উত্তরঃ ৩০ জানুয়ারি ১৯৫২ সালে।
৩. বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয় কখন?
উত্তরঃ ৭ মে ১৯৫৪ সালে ( ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানের ২১৪(১) নং অনুচ্ছেদে বলা হয় ”The state language of Pakistan shall be Urdu and Bengali.”)
৪. ১৯৪৮ সালে পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন?
বা, পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের প্রথম দাবি করেছিলেন কে?
বা, ভাষা আন্দোলনের পথ প্রদর্শক খ্যাত ছিলেন কে?
উত্তরঃ ধীরেন্দ্রনাথ দত্ত।
৫. ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয় কবে?
উত্তরঃ ১৭ নভেম্বর ১৯৯৯ সালে।
৬.’আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি’- গানের রচয়িতা/গীতিকার কে?
উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী।[ গানটির সুরকার আলতাফ মাহমুদ। তবে গানটিতে প্রথম সুর দেন আব্দুল লতিফ]
৭. ‘এখানে যারা প্রাণ দিয়েছে রমনার উর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি’ – এর রচয়িতা কে?
উত্তরঃ মাহবুব আলম চৌধুরী।
৮. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
উত্তরঃ ২১ শে ফেব্রুয়ারি।
৯. বাংলাভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে প্রথম ধর্মঘট কবে হয়?
উত্তরঃ ১১ মার্চ ১৯৪৮ ।
১০. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি কে?
উত্তরঃ হামিদুর রহমান।
১১. কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষনা করে?
উত্তরঃ ইউনেস্কো (UNESCO)।
১২. ভারতের কোন রাজ্যে বাংলাভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
উত্তরঃ ঝাড়খণ্ড।
১৩. ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল?
উত্তরঃ ১৩৫৮ (বৃহস্পতিবার, ৮ ফাল্গুন)।
১৪. ভাষা আন্দোলনের প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
১৫. বাংলাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে?
উত্তরঃ সিয়েরা লিওন।
১৬. কত সাল থেকে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে?
উত্তরঃ ২০০০ সাল থেকে।
১৭.’কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা
খোকা তুই কবে আসবি’ – পঙক্তিটির রচয়িতা কে?
উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ।
১৮. ১৯৪৮-৫২ -এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর ‘ভাষা দিবস’ হিসাবে কোন দিনটি পালন করা হত?
উত্তরঃ ১১ মার্চ।
১৯. কোনটি ভাষা আন্দোলনের মুখপত্র ছিল?
উত্তরঃ সাপ্তাহিক সৈনিক।
২০. ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ -এই পুস্তিকার লেখক কয়জন?
উত্তরঃ ৩ জন ( অধ্যাপক আবুল কাসেম, অধ্যাপক কাজী মোতাহার হোসেন ও আবুল মনসুর আহমদ )।
২১. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ নুরুল আমিন।
২২. “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নয়” – এটি কার উক্তি?
উত্তরঃ মুহাম্মদ আলী জিন্নাহ্ ( ২১ শে মার্চ ১৯৪৮ সালে রেসকোর্স ময়দানে এক ভাষণে পাকিস্তানের স্থপতি ও গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ্ এই কথা বলেছেন।এছাড়াও ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পল্টন ময়দানে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন একই কথা বলেন ) ।
২৩. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৫৫ সালের ৩ ডিসেম্বের ( ১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার প্রবতির্ত হয় ) ।
২৪. তমদ্দুন মজলিস গঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর।
২৫. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
উত্তরঃ ৩১ জানুয়ারি ১৯৫২ সালে।
২৬. একুশের প্রথম গান ‘ভুলব না, ভুলব না একুশে ফেব্রুয়ারি ভুলব না’ – এর রচয়িতা কে?
উত্তরঃ ভাষাসৈনিক আ ন ম গাজীউল হক।
২৭. ভাষা আন্দোলনে প্রথম শহীদ হন কে?
উত্তরঃ রফিকউদ্দিন আহমদ
২৮. ভাষা শহীদ আবুল বরকত কে কবে একুশে পদক (মরণোত্তর) দেয়া হয়?<br />
উত্তরঃ ২০০০ সালে
২৯. শহীদ আবদুস সালাম পেশায় কি ছিলেন?
উত্তরঃ সরকারের ডিরেক্টর অব ইন্ডাস্ট্রিজ বিভাগের পিয়ন
৩০. ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদ কে?
উত্তরঃ আবদুল জব্বার
৩১. ভাষা শহীদ শফিউর রহমান পেশায় কি ছিলেন?
উত্তরঃ ঢাকা হাইকোর্টের হিসাবরক্ষণ শাখার কেরানি
৩২. ভাষা শহীদ আবদুল আউয়াল কিভাবে শহীদ হন?
উত্তরঃ ২১ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল হাইকোর্টের সামনে পৌছলে পুলিশ বাহিনীর ট্রাকের চাপায় তাঁর মৃত্যু হয়
৩৩. বালক অহিউল্লাহ কত বছর বয়সে রাষ্ট্রভাষা বাংলার জন্য শহীদ হন?
উত্তরঃ মাত্র ৮ বছর বয়সে
৩৪. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়?
উত্তরঃ বাংলা একাডেমি
৩৫. দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?
উত্তরঃ টোকিও, জাপান।
ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, শফিক, জাব্বারসহ আরাও অনেকের আত্মত্যাগের বিনিময় পেয়েছি এই বাংলা ভাষা। ভাষা আন্দোলনের সাথে জড়িত সকল ভাষাসৈনিক ও ভাষাশহীদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালবাসা। আপনার জানা ভাষা আন্দোলন সম্পর্কে যেকোনো তথ্য জানাতে কমেন্ট করুন।
Thanks for these information 👍 . Go on guys.
Best