নোবেল পুরস্কার

নোবেল পুরস্কার ২০১৯

প্রতি বছরের ন্যায় এই বছর অক্টোবর মাসে ঘোষনা করা হয় 2019 সালের নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের নাম। এই নোবেল পুরস্কারের অর্থমূল্য প্রায় ৯ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার। এই বছর বিভিন্ন বিষয়ে অবদানের জন্য ১৪ জনের নাম ঘোষনা করা হয়। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১ জন নারী।

চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পান

২০১৯ সালে চিকিৎসা শাস্ত্রে ৩ জন নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হলেন – 

নাম জন্ম
উইলিয়াম জি কেইলিন জুনিয়র

২৩ নভেম্বর ১৯৫৭; নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

স্যার পিটার জে র‌্যাটক্লিফ ১৪ মে ১৯৫৪; ল্যাঙ্কাশায়ার, যুক্তরাজ্য
গ্রেগ এল সেমেনজা ১ জুলাই ১৯৫৬; নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

,অবদানঃ- দেহে অক্সিজেনের সহজলভ্যতার সঙ্গে কোষের সাড়া দানের প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য।

পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার পান

২০১৯ সালে পদার্থ বিদ্যায় ৩ জন নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হলেন – 

নাম জন্ম
জেমস পিবলস

২৫ এপ্রিল ১৯৩৫; উইনিপেগ, কানাডা

মিশেল মেয়র ১২ জানুয়ারী ১৯৪২; লুসান, সুইজারল্যান্ড
দিদিয়ার কুয়েলজ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৬; সুইজারল্যান্ড

,অবদানঃ- মহাবিশ্বের বিবর্তনবিষয়ক তাত্ত্বিক ধারণা প্রদান এবং সৌরজগতের বাইরে সূর্যের নক্ষত্র ঘিরে আবর্তনরত প্রথম গ্রহ আবিষ্কারের কৃতিত্বের জন্য

রসায়নে নোবেল পুরস্কার পান

২০১৯ সালে রসায়নে ৩ জন নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হলেন – 

নাম জন্ম
জন বি গুডেনফ ২৫ জুলাই ১৯২২; জেনা, জার্মানি।
এম স্ট্যানলি হুইটিংহ্যাম ২২ ডিসেম্বর ১৯৪১; যুক্তরাজ্য
আকিরা ইয়োশিনো ৩০ জানুয়ারি ১৯৪৮; সুইতা, জাপান

,অবদানঃ- লিথিয়াম-আয়ন ব্যাটারি উদ্ভাবন ও উন্নয়নের জন্য

শান্তিতে নোবেল পুরস্কার পান

২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হলেন – 

নাম জন্ম
আবি আহমেদ আলী ১৫ আগষ্ট ১৯৭৬; ইথিওপিয়া

,অবদানঃ- শান্তি প্রতিষ্ঠায় ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনে, বিশেষ করে প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে সীমান্ত সংঘাত নিরসনে নিষ্পত্তিমূলক উদ্যোগের জন্য

নোবেল সাহিত্য পুরস্কার

২০১৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হলেন – 

নাম জন্ম
পিটার হ্যান্ডকে ৫ ডিসেম্বর ১৯৪২; ক্যারিন্থিয়া, অস্ট্রিয়া

,অবদানঃ- সুইডিশ একাডেমি এর মতে- ভাষাগত উদ্ভাবন কুশলতাসহ তার প্রভাবশালী সাহিত্যকর্ম মনুষ্য অভিজ্ঞতার বাহ্যসীমা এবং সুনির্দিষ্টতা অনুসন্ধান করেছে।

২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত নারী হলেন – 

নাম জন্ম
ওলগা তোকারচুক ২৯ জানুয়ারি ১৯৬২; সুলেখোফ, পোল্যান্ড

,অবদানঃ- সুইডিশ একাডেমি এর মতে- জীবনের বিন্যাস হিসাবে সমন্বিত প্রবল আবেগের সাথে তাঁর আখ্যানমূলক কল্পনা সীমা অতিক্রমের প্রতিনিধিত্ব করে।

তিনি একজন নারী সাহিত্যিক। ২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার ২০১৯ সালে ঘোষণা করা হয়।

অর্থনীতিতে নোবেল পুরস্কার পান

২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হলেন – 

নাম জন্ম
অভিজিৎ ব্যানার্জি ২১ ফেব্রুয়ারি ১৯৬১; মুম্বাই, ভারত
এস্থার দুফলো ২৫ অক্টোবর ১৯৭২; প্যারিস, ফ্রান্স
মাইকেল ক্রেমার ১২ নভেম্বর ১৯৬৪; যুক্তরাষ্ট্র

,অবদানঃ- বৈশ্বিক দারিদ্র্র্য দূরীকরণে পরীক্ষামূলক গবেষণার জন্য

অভিজিৎ ব্যানার্জি(স্বামী) ও এস্থার দুফলো(স্ত্রী) ৬ষ্ঠ দম্পতি হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন।

সর্বকনিষ্ঠ নোবেলজয়ী 

এস্থার দুফলো (অর্থনীতিতে) তার বয়স ৪৬ বছর। তিনি একজন নারী।

বয়োজ্যেষ্ঠ নোবেলজয়ী

জন বি গুডেনফ (রসায়ন) তার বয়স ৯৭ বছর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *